কোহলির চোখে এই পাকিস্তান খুবই শক্তিশালী

বিশ্বকাপে দুই দলের লড়াই মানেই ভারতের একচেটিয়া আধিপত্য। ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, বিশ্ব মঞ্চে কখনোই চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারেনি পাকিস্তান। আবারও বৈশ্বিক আসরে মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি, আলোচনায় তাই উঠে আসছে অতীত ইতিহাস। তবে এসব নিয়ে মোটেই ভাবছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার চোখে, পাকিস্তানের এই দল খুবই শক্তিশালী।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2021, 05:48 PM
Updated : 23 Oct 2021, 05:48 PM

বাবর আজমের দলকে হারাতে হলে তাই নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে বলে মনে করেন কোহলি।  

দুবাইয়ে রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারত এগিয়ে ১২-০ ব্যবধানে।

ওয়ানডে বিশ্বকাপে দুই দলের ৭ বারের লড়াইয়ে ভারত জিতেছে প্রতিটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ লড়াইয়ে ভারতের সরাসরি জয় ৪টিতে। আরেকটি হয়েছিল টাই। ২০০৭ বিশ্বকাপের সেই টাই ম্যাচেও পরে টাইব্রেকারে হেরে যায় পাকিস্তান।

কোহলির সংবাদ সম্মেলনে শনিবার স্বাভাবিকভাবেই উঠল অতীত রেকর্ডের প্রসঙ্গ। ভারত অধিনায়ক যেন পুল শটে উড়িয়ে দিলেন তা।     

“অতীতে আমাদের রেকর্ড কী, আমরা কী অর্জন করেছি, এসব দলের মধ্যে আমরা কখনও আলোচনা করি না। এসব আলোচনায় মনঃসংযোগে ব্যাঘাত ঘটে। কিভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি, নির্দিষ্ট দিনে কিভাবে পারফর্ম করছি, এগুলো গুরুত্বপূর্ণ। অন্য বিষয়গুলো (অতীত রেকর্ড)  বরং চাপ তৈরি করে।”

পাকিস্তানের বিশ্বকাপ দলে শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজের মতো অভিজ্ঞদের সঙ্গে আছেন তরুণ সব ক্রিকেটার। কোহলি মনে করেন, পাকিস্তানের এই দলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া খেলোয়াড় অনেক।

“পাকিস্তানের বর্তমান দল খুবই শক্তিশালী, তারা সবসময়ই তাই। প্রতিভাবান সব খেলোয়াড় আছে তাদের দলে। অনেক খেলোয়াড় আছে যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে পারে।”

“এরকম একটি দলের বিপক্ষে সেরা পরিকল্পনা নিয়ে নামতে হবে এবং সেগুলো ভালোভাবে বাস্তবায়ন করতে হবে। অবশ্যই আগামীকাল আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।”