২ রানে ৪ উইকেট নিয়ে রশিদের রেকর্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2021 10:30 PM BdST Updated: 23 Oct 2021 11:38 PM BdST
নিজের প্রথম বলেই পেলেন উইকেট! দুর্দান্ত বোলিংয়ে পরের দুই ওভারে আদিল রশিদ উইকেট নিলেন আরও তিনটি। ইংল্যান্ডের লেগ স্পিনারের নাম উঠল রেকর্ড বইয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ড। ২০ ওভারের বিশ্বকাপে যা ক্যারিবিয়ানদের সর্বনিম্ন আর সব দল মিলিয়ে তৃতীয় সর্বনিম্ন দলীয় স্কোর।
২ ওভার ২ বলে মাত্র ২ রান নিয়ে রশিদ নেন ৪ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রান দিয়ে ৪ বা এর বেশি উইকেট নেওয়ার রেকর্ড এটি।
রশিদ স্পর্শ করেছেন স্টিভ টিকোলোকে। ২০১৩ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ১ ওভার ২ বলে ২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন কেনিয়ার এই অফ স্পিনিং অলরাউন্ডার।
টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ডও গড়েছেন রশিদ। ২০১৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ক্রিস জর্ডানের ৬ রানে ৪ উইকেট ছিল আগের সেরা।
দুবাইয়ে শনিবার একাদশ ওভারে আক্রমণ এসেই আন্দ্রে রাসেলকে বোল্ড করে দেন রশিদ। ওভারটিতে দেন মাত্র ১ রান। নিজের পরের ওভারে পরপর দুই বলে কাইরন পোলার্ড ও ওবেড ম্যাককয়কে ফিরিয়ে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনাও। সেটি না হলেও এই ওভারে ১ রান দিয়ে তার শিকার দুটি।
পরের ওভারে এসে রবি রামপলকে বোল্ড করে তিনিই গুটিয়ে দেন টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের ইনিংস।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ