শ্রীলঙ্কার ভাবনায় কিংবা দুর্ভাবনায় সাকিব-মুস্তাফিজ
দুবাই থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2021 06:04 PM BdST Updated: 24 Oct 2021 02:28 AM BdST
নিদাহাস ট্রফির পর টি-টোয়েন্টিতে দুই দলের দেখা হয়নি আর। সাড়ে তিন বছর আগের আলোচিত সেই ম্যাচের পর এই সংস্করণে বেশ বদল এসেছে দুই দলে। তবে বাংলাদেশের মূল শক্তির জায়গা প্রায় একই। দাসুন শানাকা তা জানেন ভালো করেই। অভিজ্ঞতা আছে তার বিপিএলে খেলারও। প্রতিপক্ষ সম্পর্কে তাই স্পষ্ট ধারণাই আছে দাসুন শানাকার। শ্রীলঙ্কা অধিনায়ককে ভাবাচ্ছে বাংলাদেশের বোলিং। বিশেষ করে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
পুরনো এই লড়াইয়ের নতুন পর্ব রোববার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
নিদাহাস ট্রফিতে দুই দলের লড়াই জমেছিল তুমুল। এবারও ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শানাকা বললেন, জমজমাট লড়াই হবে বলেই আশা তার।
“আমরা কাল খুব ভালো ম্যাচ আশা করছি। কোয়ালিফায়ার থেকে তারা ভালোভাবেই উঠেছে। টি-টোয়েন্টিতে নিজেদের দিনে আমরা কী করতে পারি, সবাই জানে। আমার মনে হয়, জমজমাট লড়াই হতে যাচ্ছে।”
বিশ্বকাপের আগেই অবশ্য এক দফায় দেখা হয়ে গেছে দুই দলের। সেই ম্যাচও উত্তেজনা ছড়ায় দারুণ। শেষ পর্যন্ত সেখানে আভিশকা ফার্নান্দো ও চামিকা করুনারত্নের ব্যাটে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জেতে শ্রীলঙ্কা।
তবে সেই ম্যাচে বাংলাদেশ পায়নি সাকিব, মুস্তাফিজ ও মাহমুদউল্লাহকে। এবার তারা আছেন। তাই লঙ্কান অধিনায়কের দুর্ভাবনাও বেশি।
“পিচ নিয়ে বেশি ভাবছি না। আইপিএলে এই উইকেট ব্যবহার হওয়ায় একটু মন্থর আছে শারজাহতে। আমরা আমাদের শক্তির জায়গা দিয়ে খেলব। তারা ভালো দল। সাকিব, ফিজ, মাহমুদউল্লাহরা আছে।
“বাংলাদেশের ভালো কজন বোলার আছে। বিশেষ করে সাকিব ও ফিজ আছে। তাদের অনেক ভালো স্পিনার আছে।”
সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ ছন্দে আছেন, ৩ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। পাপুয়া নিউ গিনির বিপক্ষে শেষ ম্যাচে উইকেট পাননি মুস্তাফিজুর রহমান। অন্য দুই ম্যাচে পেয়েছেন ৬টি।
শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব ও মুস্তাফিজ খেলেছেন সাতটি করে টি-টোয়েন্টি। বাঁহাতি স্পিনে সাকিব ১৪ গড়ে নিয়েছেন ১০ উইকেট। ওভার প্রতি দিয়েছেন ৬.৩৬ রান। বাঁহাতি পেসার মুস্তাফিজ ১০.১৮ গড়ে নিয়েছেন ১১ উইকেট, ওভার প্রতি দিয়েছেন ৮.৮৮ রান।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ