ভারত ম্যাচে পাকিস্তানের ১২ জনের দলে মালিক

বিশ্বকাপ দলে জায়গা পেলেন একেবারে শেষ মুহূর্তে, নাটকীয়ভাবে। এবার এক বছর পর দেশের প্রতিনিধিত্ব করার দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন শোয়েব মালিক। টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের ১২ সদস্যের দলে আছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2021, 10:26 AM
Updated : 23 Oct 2021, 10:26 AM

এই ম্যাচ দিয়েই রোববার বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। আগের দিন ম্যাচটির জন্য দল ঘোষণা করে তারা।

পাকিস্তানের প্রথম ধাপের বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই তাদের স্কোয়াড নিয়ে চলছিল অনেক আলোচনা-সমালোচনা। সেই দলে ছিলেন না মালিক। পরে তিন পরিবর্তন এনে চূড়ান্ত দল ঘোষণা করা হলেও, সেখানেও অনুপস্থিত ছিলেন এই ক্রিকেটার। পরে সতীর্থ মিডল-অর্ডার ব্যাটসম্যান সোহেব মাকসুদের চোটে কপাল খোলে তার।

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন মালিক। সেবার ফাইনালে ভারতের কাছে হেরে গেলেও দুই বছর বাদে পরের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান, সেই দলেও ছিলেন তিনি। ২০ ওভারের বিশ্বকাপের ২০১০ আসরে অনুপস্থিত থাকলেও ২০১২, ২০১৪ ও ২০১৬ আসরে খেলেন দেশের হয়ে ১১৬ টি-টোয়েন্টি খেলা ডানহাতি এই ব্যাটসম্যান।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি খেলা মালিক সবশেষ জাতীয় দলে ছিলেন গত বছরের সেপ্টেম্বরে, ইংল্যান্ডের বিপক্ষে। সম্প্রতি মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ১১ হাজার রান পূর্ণ করেন তিনি।

১৫ সদস্যের দল থেকে ভারত ম্যাচের দলে জায়গা হয়নি মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সরফরাজ আহমেদের।

ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, বিশ্বকাপে কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে দুই দলের ৭ বারের লড়াইয়ে ভারত জিতেছে প্রতিটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ লড়াইয়ে ভারতের সরাসরি জয় ৪টিতে। আরেকটি হয়েছিল টাই। ২০০৭ বিশ্বকাপের সেই টাই ম্যাচেও পরে টাইব্রেকারে হেরে যায় পাকিস্তান। এবার এই বৃত্ত ভাঙতে চায় দলটি।

ভারত ম্যাচের পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, হায়দার আলি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।