বাংলাদেশের বিপক্ষে থিকশানাকে ‘পাচ্ছে না’ শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2021 03:42 PM BdST Updated: 24 Oct 2021 02:28 AM BdST
-
মাহিশ থিকশানা। ছবি: আইসিসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে একটি ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। সাইড স্ট্রেইনে ভুগছেন রহস্য স্পিনার মাহিশ থিকশানা। সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে তাকে সম্ভবত পাচ্ছে না লঙ্কানরা।
প্রথম রাউন্ডের শেষ ম্যাচে শুক্রবার নেদারল্যান্ডসকে ৪৪ রানে অলআউট করে দলের ৮ উইকেটে জয়ের ম্যাচে চোট পান থিকশানা। এক ওভার বোলিং করে মাত্র ৩ রান দিয়ে তিনি নেন ২ উইকেট। এরপর মাঠ ছাড়েন তিনি। তার বদলি হিসেবে বাকি ইনিংসে ফিল্ডিং করেন ধনঞ্জয়া ডি সিলভা। ড্রেসিং রুমে থিকশানাকে চিকিৎসা নিতেও দেখা যায়।
সুপার টুয়েলভে রোববার বাংলাদেশের বিপক্ষে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। নেদারল্যান্ডস ম্যাচ শেষে ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসেও বললেন, থিকশানাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তারা।
“ফিজিও জানিয়েছেন, খুব সম্ভবত পরের ম্যাচে তাকে দলের বাইরে রাখতে হবে। তাকে খেলিয়ে আমরা ঝুঁকি নিতে চাই না এবং বাকি টুর্নামেন্টের জন্য হারাতে চাই না।”
“এই মুহূর্তে আমি বলতে পারি, যতটুকু জানি বাংলাদেশের বিপক্ষে সে খেলছে না। শতভাগ নিশ্চিত করে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু খুব সম্ভবত সে এই ম্যাচে থাকবে না এবং পরবর্তী ম্যাচগুলো খেলবে।”
টুর্নামেন্টে দারুণ ছন্দে আছেন থিকশানা। তিন ম্যাচে ওভারপ্রতি মাত্র ৫ রান করে দিয়ে তিনি নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৮ উইকেট। তিন ম্যাচেই জিতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে উঠেছে শ্রীলঙ্কা।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ