ক্যারিয়ার সেরা বোলিংয়ে কুমারার ‘প্রথম’

শুরুতে ছিলেন না শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে। নিজেকে মেলে ধরে পরে জায়গা করে নেন লাহিরু কুমারা। দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার একটি প্রথমের স্বাদ পেলেন এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2021, 05:30 PM
Updated : 22 Oct 2021, 05:30 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বের শেষ দিনে শুক্রবার কুমারার এই অর্জন ধরা দেয়। ‘এ’ গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডসকে ৪৪ রানে গুটিয়ে দিয়ে শ্রীলঙ্কার ৮ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

দুর্দান্ত বোলিংয়ে ৩ ওভারে কেবল ৭ রান দিয়ে নেন ৩ উইকেট। দেশের হয়ে ১০ টি-টোয়েন্টি খেলা এই পেসারের আগের সেরা ৯ রানে ২ উইকেট।

শারজাহতে টস জিতে ফিল্ডিংয়ে নামা শ্রীলঙ্কার চতুর্থ ওভারে আক্রমণে আসেন কুমারা। পঞ্চম বলে কলিন আকারম্যান তাকে ওড়ান ছক্কায়। ওই একটি বাউন্ডারিই হজম করেন তিনি।

এরপর অষ্টম ওভারে বল হাতে পেয়ে দেন কেবল এক রান। দশম ওভারে মেডেন দিয়ে নেন ৩ উইকেট। শেষ করে দেন ডাচদের ইনিংস।

প্রথম বলে স্কট এডওয়ার্ডসকে এলবিডব্লিউ করে দেন কুমারা। এক বল পরই কট বিহাইন্ড ব্যান্ডন গ্লভার। ওভারের শেষ বলে এবার এলবিডব্লিউ হন পল ফন মেকেরেন।

পরে কুসল পেরেরার অপরাজিত ৩৩ রানের ইনিংসে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। টানা তিন জয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সুপার টুয়েলভে উঠেছে দলটি।