৪৪ রানেই শেষ নেদারল্যান্ডস!

বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডসের পাওয়ার ছিল সামান্যই। কিন্তু ব্যাটিংয়ে যে দাঁড়াতেই পারল না দলটি। গুটিয়ে গেল পঞ্চাশের আগেই!  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2021, 03:26 PM
Updated : 22 Oct 2021, 04:59 PM

শারজাহর কিছুটা মন্থর উইকেটে শুক্রবার প্রথম রাউন্ডের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ৪৪ রানে অল আউট হয় নেদারল্যান্ডস।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর এটি। সর্বনিম্ন রানের রেকর্ডও ডাচদেরই। ২০১৪ সালের আসরে চট্টগ্রামে এই শ্রীলঙ্কার বিপক্ষেই তারা গুটিয়ে গিয়েছিল ৩৯ রান।

এবারের ইনিংসে কেবল দুই জন যেতে পারেন দুই অঙ্কে। কলিন আকারম্যান করেন সর্বোচ্চ ১১, বেন কুপার ১০। ১০ বলের বেশি খেলতে পারেন কেবল স্কট এডওয়ার্ডস (১৩)।

৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন লঙ্কান পেসার লাহিরু কুমারা। ৯ রানে ৩ উইকেট লেগ স্পিনার ভানিদু হাসারাঙ্গার। রহস্য স্পিনার মাহিশ থিকশানা ১ ওভারে ৩ রান দিয়ে নেন ২ উইকেট।