কোহলির সঙ্গে বাবরের তুলনা ঠিক নয়: ওয়াসিম
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2021 06:51 PM BdST Updated: 22 Oct 2021 06:51 PM BdST
-
বাবর আজম ও বিরাট কোহলি
-
প্রায়ই বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয় বাবর আজমকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াইয়ের আগে যা নতুন মাত্রা পেয়েছে। তবে পাকিস্তান অধিনায়ককে এখনই কোহলির কাতারে দেখছেন না ওয়াসিম আকরাম। পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার অবশ্য মনে করছেন, ভারত অধিনায়কের পর্যায়ে যাওয়ার পথেই আছেন বাবর।
দুবাইয়ে আগামী রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। শুক্রবার ভারতীয় এক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে কোহলি-বাবরের তুলনায় এমন মন্তব্য করেন সাবেক অধিনায়ক ওয়াসিম।
“বিরাট কোহলি বিরাট কোহলিই। বিশ্ব ক্রিকেটে সে আধিপত্য বিস্তার করেছে, বছরের পর বছর ধরে রান করছে। সে অনেক দিন ধরে ভারতকে নেতৃত্ব দিচ্ছে। বাবর আজম কেবল পাকিস্তানের অধিনায়কত্ব শুরু করেছে। তবে কৌশলের বিবেচনায় তার খেলা দেখতে খুব ভালো লাগে এবং সব সংস্করণেই সে খুব ধারাবাহিক।”

আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৩২ বছর বয়সী কোহলি এখন পর্যন্ত রান করেছেন ২৩ হাজারের বেশি। সব সংস্করণেই ব্যাটিং গড় পঞ্চাশের ওপরে। তার ৭০ সেঞ্চুরির বেশি আছে কেবল দুই জনের। টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিনি আছেন ছয়ে, ওয়ানডেতে দুইয়ে আর টি-টোয়েন্টিতে চার নম্বরে। অনেক রেকর্ড এরই মধ্যে তিনি নিজের করে নিয়েছেন, সামনে হাতছানিও আছে অনেক।
আর ২৭ বছর বয়সী বাবরের রান তিন সংস্করণ মিলিয়ে এখনও ১০ হাজার স্পর্শ করেনি। ওয়ানডেতে তার ব্যাটিং গড় পঞ্চাশের ওপরে, বাকি দুই সংস্করণে পঞ্চাশের নিচে। টেস্ট র্যাঙ্কিংয়ে তিনি আছেন সাতে, ওয়ানডেতে শীর্ষে, টি-টোয়েন্টিতে দুইয়ে।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ