দুর্দান্ত স্কটল্যান্ডের সেরা ডেভি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2021 01:20 AM BdST Updated: 22 Oct 2021 01:26 AM BdST
-
ম্যাচ সেরা হওয়া জশ ডেভি। ছবি: আইসিসি।
ভালো শুরুর পর দ্বিতীয় ওভারে একটু ছন্দপতন। তবে ঘুরে দাঁড়াতে সময় নেননি জশ ডেভি। ওমানকে অল্প রানে বেঁধে রাখতে স্কটল্যান্ডের এই পেসার রাখেন মুখ্য ভূমিকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিকদের উড়িয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে স্কটিশরা। প্রতিপক্ষের ১২২ রান তারা পেরিয়ে গেছে ৮ উইকেট হাতে রেখে, ১৮ বল বাকি থাকতে।
৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ডেভি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয়বার ও বিশ্বকাপে প্রথম এই পুরস্কার পেলেন তিনি।
টস জিতে ব্যাটিংয়ে নামা ওমানের ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন ডেভি। দারুণ বোলিংয়ে কেবল ৪ রান দেন। পঞ্চম ওভারে আবার আক্রমণে এলে তার ওপর চড়াও হন আকিব ইলিয়াস; একটি করে চার ও ছক্কা মারেন। একটি বাই রানসহ ওই ওভার থেকে আসে ১৩ রান।
প্রথম দুই ওভারে ১৬ রান দিয়ে উইকেটশূন্য থাকা ডেভি দ্বিতীয় স্পেলে বল হাতে পান ১৮তম ওভারে। মাত্র ৩ রান দিয়ে তুলে নেন সুরাজ কুমারের উইকেট। ইনিংসের শেষ ওভারে ৬ রান দিয়ে নেন আরও দুটি। ফেরান ওমান অধিনায়ক জিশান মাকসুদ ও ফায়াজ বাটকে। ওই ওভারে একটি রানআউটও করে স্কটল্যান্ড।
রান তাড়ায় অধিনায়ক কাইল কোয়েটজারের ২৮ বলে ৪১ রানের ইনিংসে সহজ জয় নিয়ে পরের রাউন্ডে পা রাখে স্কটল্যান্ড।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- শিরোপা লড়াই শেষ রাউন্ডে নিল ইন্টার