শঙ্কার প্রহর পেরিয়ে সহজাত ক্রিকেটের সময়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2021 08:57 PM BdST Updated: 22 Oct 2021 12:18 AM BdST
কঠিন সময় পার হয়ে গেছে। স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর শঙ্কার যে কালো ছায়া মাথার ওপর ছিল, সেটা উড়ে গেছে টানা দুই জয়ে। সবার আগে ‘বি’ গ্রুপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে বাংলাদেশ। সাকিব আল হাসান মনে করছেন, স্নায়ু চাপের সময় কেটে যাওয়ায় এখন খেলতে পারবেন সহজাত ক্রিকেট।
হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর নির্ভয় ক্রিকেট খেলতে পারছিল না বাংলাদেশ। ওমানের বিপক্ষে তো নয়ই, এমনকি পাপুয়া নিউ গিনির বিপক্ষেও ব্যাটিংয়ে শুরুর ১০ ওভারে তারা ছিল সাবধানী। গুটিয়ে রেখেছিল নিজেদের শট। পরে অবশ্য ঝড় তোলেন মাহমুদউল্লাহ। ক্যামিও ইনিংস খেলেন মোহাম্মদ সাইফ উদ্দিন।
গ্রুপ পর্বে নিজেদের সবশেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৮৪ রানের জয়ে পূরণ হয়েছে বাংলাদেশের প্রথম লক্ষ্য- সুপার টুয়েলভ। দেশে থাকার সময়ই মাহমুদউল্লাহরা বলেছিলেন, এই পর্বে বেশ কিছু জয় চান তারা।
ওমানে মান বাঁচিয়ে সেই সময়ের পথে ছুটছে বাংলাদেশ। সেখানে কেমন চেহারায় দেখা যাবে দলকে, বৃহস্পতিবার ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় জানালেন সাকিব।
“যত ম্যাচ খেলব তত আমাদের আত্মবিশ্বাস বাড়বে। অবশ্যই প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হার আমাদের জন্য বড় একটা ধাক্কা ছিল। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের দিনে যে কোনো দল যে কাউকে হারাতে পারে।”
“সেই চাপ এখন সরে গেছে। আমরা এখন নিজেদের সহজাত ক্রিকেট খেলতে পারব।”
টানা দুই ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়িয়েছেন সাকিব। জিতেছেন টানা দুটি ম্যাচ সেরার পুরস্কার। ব্যাটিং বা বোলিংয়ে হয়তো ক্লান্তির ছাপ দেখা যায়নি, তবে টানা খেলার ক্লান্তির কথা বললেন বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার।
“এই সংস্করণে চট করে ছন্দে ফেরা সহজ নয়। তবে আমার ভাগ্য ভালো, উপরের দিকে ব্যাটিংয়ের সুযোগ বেশি পাচ্ছি। একটু ক্লান্তি আছে। শেষ পাঁচ-ছয় মাস ধরে টানা খেলার মধ্যে আছি। আমার জন্য এটা লম্বা একটা মৌসুম। আশা করছি, এই টুর্নামেন্ট ভালোভাবেই কাটাতে পারব।”
স্কটল্যান্ড ও ওমান ম্যাচের ওপর নির্ভর করবে সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিপক্ষ। পরের ধাপ নিশ্চিত করে স্বস্তির শ্বাস ফেলা দলটি সেদিকেই তাকিয়ে।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- ‘মেসি-নেইমারকে বদলে কাকে পেতে চান?’
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?