বিশ্বকাপে উইকেটের রেকর্ডে আফ্রিদির পাশে সাকিব
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2021 07:31 PM BdST Updated: 21 Oct 2021 08:17 PM BdST
স্কটল্যান্ডের বিপক্ষে গড়েছিলেন টি-টোয়েন্টির সফলতম বোলারের কীর্তি। এবার আরেকটি রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। ২০ ওভারের বিশ্বকাপে যৌথভাবে এখন সর্বোচ্চ উইকেট তার।
পাপুয়া নিউ গিনির বিপক্ষে বৃহস্পতিবার ৯ রানে ৪ উইকেট নিয়ে এই রেকর্ড গড়েন সাকিব। বসেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদির পাশে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই জনেরই এখন উইকেট ৩৯টি করে।
এখন পর্যন্ত এই সংস্করণের বৈশ্বিক আসরের সবগুলোতে খেলা সাকিব রেকর্ডটি স্পর্শ করলেন ২৭ ইনিংসে। আফ্রিদি রেকর্ডটি গড়েছিলেন ৩৪ ইনিংসে।
পিএনজির ইনিংসের পঞ্চম ওভারে আক্রমণে এসেই জোড়া শিকার ধরেন সাকিব। বাঁহাতি এই স্পিনারের প্রথম বলেই লং-অনে চার্লস আমিনির দুর্দান্ত ক্যাচ লুফে নেন মোহাম্মদ নাঈম শেখ।
চতুর্থ বলে তাকে স্লগ সুইপ করেন সিমন আটাই। ব্যাটের কানায় লেগে আকাশে উঠে যাওয়া বল স্কয়ার লেগে মুঠোয় জমান শেখ মেহেদি হাসান। পরের বলে পেতে পারতেন আরেকটি, কিন্তু সেসে বাউয়ের ক্যাচ গ্লাভসে জমাতে পারেননি নুরুল হাসান সোহান।
সপ্তম ওভারে বল হাতে নিয়ে উইকেট পাননি সাকিব। তার পরের ওভারেই আসে সাফল্য। এবার আর রক্ষা হয়নি বাউয়ের। অফ স্টাম্পের অনেক বাইরের বল উড়িয়ে মেরে লং-অনে নাঈমের হাতে ক্যাচ দেন তিনি।
নিজের পরের ওভারে হিরি হিরিকে কট বিহাইন্ডে ফিরিয়ে সাকিব পৌঁছে যান চূড়ায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তার সেরা বোলিং।
আসরের প্রথম ম্যাচে স্কটিশদের বিপক্ষে দুই উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে আগের সর্বোচ্চ উইকেটশিকারী লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে যান সাকিব। পরের ম্যাচে নেন তিন উইকেট। ধারাবাহিকতায় এবার নিলেন চারটি। গড়লেন আরেকটি রেকর্ড।
দেশের হয়ে টি-টোয়েন্টিতে এখন সাকিবের উইকেট ১১১টি।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ‘মেসি-নেইমারকে বদলে কাকে পেতে চান?’
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা