নবির স্পিনে কাবু ওয়েস্ট ইন্ডিজ

সাবেক থেকে বর্তমান, প্রায় সব স্পিনার বলে আসছেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে স্পিনারদের। তারই আভাস যেন মিলল মোহাম্মদ নবির বোলিংয়ে। আফগানিস্তানের এই অফ স্পিনার ৪ ওভারে দিলেন কেবল ২ রান, নিলেন ৩ উইকেট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2021, 06:50 PM
Updated : 20 Oct 2021, 06:50 PM

নিজেদের দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে বুধবার ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসে ৫৬ রানে হারিয়েছে আফগানিস্তান। তাদের ১৮৯ রান তাড়ায় ৫ উইকেটে ১৩৩ রান করতে পারে বিশ্ব চ্যাম্পিয়নরা।

নবির স্পিনে শুরুতেই চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। আফগান অধিনায়ক ইনিংসের দ্বিতীয় বলেই ফিরিয়ে দেন লেন্ডল সিমন্সকে।

পঞ্চম ওভারে আরেক ওপেনার এভিন লুইসকে বোল্ড করার পর সপ্তম ওভারে শিমরন হেটমায়ারের ফিরতি ক্যাচ নেন নবি। চার ওভারের টানা স্পেলে ডট খেলান ২২ বল। তার বোলিং ফিগার ৪-২-২-৩!

লেগ স্পিনার রশিদ খান ৩ ওভারে দেন ১৪ রান। অফ স্পিনার মুজিব উর রহমানের ৩ ওভার থেকে আসে ২১ রান।

শুরু থেকে ওভার প্রতি যেখানে প্রয়োজন ছিল ৯-এর বেশি রান, সেখানে ৫৮ বলে ৫৪ রান করেন রোস্টন চেইস। ২৬ বলে ৩৫ রান করেন নিকোলাস পুরান।

এর আগে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে ফিফটি করেন আফগানিস্তানের দুই ওপেনার। ৩৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫৬ রান করেন হজরতউল্লাহ জাজাই। সমান বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।

দুই ছক্কায় ৩৩ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। শেষ দিকে একটি করে ছক্কা ও চারে ২৩ রানের ইনিংস খেলেন নাজিবউল্লাহ জাদরান।