নবির স্পিনে কাবু ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2021 12:50 AM BdST Updated: 21 Oct 2021 12:50 AM BdST
-
ফাইল ছবি
সাবেক থেকে বর্তমান, প্রায় সব স্পিনার বলে আসছেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে স্পিনারদের। তারই আভাস যেন মিলল মোহাম্মদ নবির বোলিংয়ে। আফগানিস্তানের এই অফ স্পিনার ৪ ওভারে দিলেন কেবল ২ রান, নিলেন ৩ উইকেট।
নিজেদের দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে বুধবার ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসে ৫৬ রানে হারিয়েছে আফগানিস্তান। তাদের ১৮৯ রান তাড়ায় ৫ উইকেটে ১৩৩ রান করতে পারে বিশ্ব চ্যাম্পিয়নরা।
নবির স্পিনে শুরুতেই চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। আফগান অধিনায়ক ইনিংসের দ্বিতীয় বলেই ফিরিয়ে দেন লেন্ডল সিমন্সকে।
পঞ্চম ওভারে আরেক ওপেনার এভিন লুইসকে বোল্ড করার পর সপ্তম ওভারে শিমরন হেটমায়ারের ফিরতি ক্যাচ নেন নবি। চার ওভারের টানা স্পেলে ডট খেলান ২২ বল। তার বোলিং ফিগার ৪-২-২-৩!
লেগ স্পিনার রশিদ খান ৩ ওভারে দেন ১৪ রান। অফ স্পিনার মুজিব উর রহমানের ৩ ওভার থেকে আসে ২১ রান।
শুরু থেকে ওভার প্রতি যেখানে প্রয়োজন ছিল ৯-এর বেশি রান, সেখানে ৫৮ বলে ৫৪ রান করেন রোস্টন চেইস। ২৬ বলে ৩৫ রান করেন নিকোলাস পুরান।
এর আগে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে ফিফটি করেন আফগানিস্তানের দুই ওপেনার। ৩৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫৬ রান করেন হজরতউল্লাহ জাজাই। সমান বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।
দুই ছক্কায় ৩৩ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। শেষ দিকে একটি করে ছক্কা ও চারে ২৩ রানের ইনিংস খেলেন নাজিবউল্লাহ জাদরান।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- ‘মেসি-নেইমারকে বদলে কাকে পেতে চান?’
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?