টানা দুই ফিফটিতে ও’ডাওডের দারুণ কীর্তি

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন মাক্স ও’ডাওড। আবারও পঞ্চাশ পেরিয়ে গড়লেন দারুণ এক কীর্তি। নেদারল্যান্ডসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে করলেন টানা দুই ম্যাচে ফিফটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2021, 12:02 PM
Updated : 20 Oct 2021, 12:26 PM

আবু ধাবিতে ‘এ’ গ্রুপের ম্যাচে বুধবার নামিবিয়ার বিপক্ষে ইনিংস শুরু করে ৫৬ বলে ৭০ রান করেন ও’ডাওড। ৬ চার ও এক ছক্কায় গড়া তার ইনিংসটি।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে হারা প্রথম ম্যাচে দলের ১০৬ রানের মধ্যে তিনি একাই করেছিলেন ৫১ রান।

জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওভারে ডেভিড ভিসাকে একটি চার মেরে শুরু করেন ও’ডাওড। পরের ওভারে রুবেন ট্রাম্পেলমানকে পুল করে ছক্কায় ওড়ানোর পর মারেন বাউন্ডারি।

মাঝে দ্রুত দুই উইকেট পড়লেও ও’ডাওড দলকে এগিয়ে নেন কলিন আকারম্যানকে সঙ্গী করে। দুইবার রান আউট হতে হতে বেঁচে যাওয়া ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান ফিফটি পূর্ণ করেন ৪২ বলে।

৪২ ম্যাচের ক্যারিয়ারে এটি তার অষ্টম ফিফটি। আছে একটি সেঞ্চুরিও, গত এপ্রিলে মালয়েশিয়ার বিপক্ষে ৭৩ বলে করেছিলেন অপরাজিত ১৩৩ রান।

শেষ ওভারে রান আউটেই শেষ হয় তার দারুণ ইনিংসটি। তৃতীয় উইকেটে আকারম্যানের সঙ্গে গড়েন ৮২ রানের জুটি। আগে ব্যাটিং করে নেদারল্যান্ডস ৪ উইকেটে করে ১৬৪ রান।