টানা দুই ফিফটিতে ও’ডাওডের দারুণ কীর্তি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2021 06:02 PM BdST Updated: 20 Oct 2021 06:26 PM BdST
আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন মাক্স ও’ডাওড। আবারও পঞ্চাশ পেরিয়ে গড়লেন দারুণ এক কীর্তি। নেদারল্যান্ডসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে করলেন টানা দুই ম্যাচে ফিফটি।
আবু ধাবিতে ‘এ’ গ্রুপের ম্যাচে বুধবার নামিবিয়ার বিপক্ষে ইনিংস শুরু করে ৫৬ বলে ৭০ রান করেন ও’ডাওড। ৬ চার ও এক ছক্কায় গড়া তার ইনিংসটি।
আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে হারা প্রথম ম্যাচে দলের ১০৬ রানের মধ্যে তিনি একাই করেছিলেন ৫১ রান।
জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওভারে ডেভিড ভিসাকে একটি চার মেরে শুরু করেন ও’ডাওড। পরের ওভারে রুবেন ট্রাম্পেলমানকে পুল করে ছক্কায় ওড়ানোর পর মারেন বাউন্ডারি।
মাঝে দ্রুত দুই উইকেট পড়লেও ও’ডাওড দলকে এগিয়ে নেন কলিন আকারম্যানকে সঙ্গী করে। দুইবার রান আউট হতে হতে বেঁচে যাওয়া ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান ফিফটি পূর্ণ করেন ৪২ বলে।
৪২ ম্যাচের ক্যারিয়ারে এটি তার অষ্টম ফিফটি। আছে একটি সেঞ্চুরিও, গত এপ্রিলে মালয়েশিয়ার বিপক্ষে ৭৩ বলে করেছিলেন অপরাজিত ১৩৩ রান।
শেষ ওভারে রান আউটেই শেষ হয় তার দারুণ ইনিংসটি। তৃতীয় উইকেটে আকারম্যানের সঙ্গে গড়েন ৮২ রানের জুটি। আগে ব্যাটিং করে নেদারল্যান্ডস ৪ উইকেটে করে ১৬৪ রান।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ