অ্যালেনের চোটে কপাল খুলল আকিলের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2021 03:33 PM BdST Updated: 20 Oct 2021 03:33 PM BdST
-
আকিল হোসেন। ছবি: সিপিএল।
সফরসঙ্গী হিসেবে ছিলেন দলের সঙ্গে। সতীর্থের চোটে এবার মূল দলেও জায়গা হয়ে গেল আকিল হোসেনের। গোড়ালির চোটে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন ফ্যাবিয়ান অ্যালেন।
এই স্পিনিং অলরাউন্ডারের জায়গায় আকিলকে ১৫ সদস্যের দলে যোগ করার অনুমতি দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা শুরু হয় আকিলের। ক্যারিবিয়ানদের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৯ ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টি। বাঁহাতি স্পিনে ওয়ানডেতে ১৪ উইকেট নিলেও টি-টোয়েন্টিতে এখনও উইকেটের দেখা পাননি।
তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) গত আসরে বল হাতে উজ্জ্বল ছিলেন আকিল। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ১১ ম্যাচ খেলে ১৫.৯২ গড়ে নেন ১৩ উইকেট। টুর্নামেন্টে অন্তত ২০ ওভার করেছেন এমন বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা ইকোনোমি ২৮ বছর বয়সী এই স্পিনারের। আইপিএলের সংযুক্ত আরব আমিরাত অংশে কলকাতা নাইট রাইডার্সের নেট বোলার হিসেবে ছিলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার মনে করেন, বিশ্বকাপে অলরাউন্ডার অ্যালেনের অভাব অনুভব করবে দল। বাঁহাতি স্পিনে দেশের হয়ে ২৮ টি-টোয়েন্টি খেলে ২০ উইকেট নিয়েছেন অ্যালেন। ১৩৮.৮৮ স্ট্রাইক রেটে রান আছে ২৫০।
আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচ দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ডলারের তেজ খানিকটা কমল
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা