ড্রেসিং রুমের আবহ বদলে দেওয়া জয়
মাসকাট থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2021 08:40 AM BdST Updated: 20 Oct 2021 09:09 AM BdST
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসতে বেশ অনেকটা সময় নিলেন সাকিব আল হাসান। জয়ের পরই যে এক দফা টিম মিটিংয়ে বসে গেল দল! তখনই হয়ে গেল দলের পারফরম্যান্সের তাৎক্ষনিক কাটাছেঁড়া, ভালোর ধারাবাহিকতা কিংবা ভুল শোধরানোর আলোচনায়। তবে সবকিছুতেই মিশে থাকল খানিকটা স্বস্তি। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর শুরুটা তো অন্তত হলো!
‘বি’ গ্রুপে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে স্কটল্যান্ডের জয়ে নিশ্চিত হয়ে যায়, ওমানের কাছে হারলেই বাদ বাংলাদেশ। এমনিতে জয় এই ম্যাচে প্রত্যাশিতই ছিল। কিন্তু সেটা তো আগের ম্যাচেও ছিল!
ওমানের বিপক্ষে ম্যাচ নিয়েও তাই ছিল প্রবল দুর্ভাবনার অবকাশ। ম্যাচজুড়েও শঙ্কা হানা দেয় বারবার। তবে শেষ পর্যন্ত ২৬ রানের পরিষ্কার ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।
২৯ বলে ৪২ রান করে ও ৩ উইকেট নিয়ে দলের জয়ের কারিগরদের একজন সাকিব। এই অলরাউন্ডারের বিশ্বাস, বড় বোঝা নেমে যাওয়ার পর এখন একটু ফুরফুরে হবে দলের পরিবেশ।
“অবশ্যই একটু স্বস্তির জয়। এই জয়ের কারণে ড্রেসিং রুমের আবহ এখন আগের চেয়ে ভালো হবে বলে মনে করি। স্কটল্যান্ডের বিপক্ষে হারটা আমাদের জন্য দুঃখজনক ছিল। কিন্তু কৃতিত্ব স্কটল্যান্ডকে দিতে হবে, যেভাবে তারা খেলেছে।”
“আজকেও মনে হয়, ওমান ভালো খেলছে। আমাদের অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে, ম্যাচে ফিরে আসার জন্য। তবে আমার মনে হয়, এই জয়টা আমাদের একটু হলেও স্বস্তি দেবে।”
সুপার টুয়েলভ পর্বে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে বাংলাদেশ।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- ‘মেসি-নেইমারকে বদলে কাকে পেতে চান?’
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?