ব্যাটিং ঝড়ে ম্যাচের সেরা বেরিংটন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2021 10:29 PM BdST Updated: 19 Oct 2021 10:29 PM BdST
-
স্লগ সুইপ খেলছেন রিচি বেরিংটন। ছবি: আইসিসি।
দ্রুত দুই উইকেট হারিয়ে দল যখন বিপাকে, দায়িত্ব কাঁধে তুলে নিলেন রিচি বেরিংটন। বিস্ফোরক ইনিংসে গড়ে দিলেন বড় পুঁজি। যার ওপর ভর করে পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে পিএনজিকে ১৭ রানে হারায় তারা। বাংলাদেশকে হারানোর পর এই জয়ে দলটি পৌঁছে গেছে পরের রাউন্ডের আরও কাছে।
ওমানের আল আমেরাত স্টেডিয়ামে চারে নেমে ৪৯ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বেরিংটন। ইনিংসে তার ৩ ছক্কার পাশে ৬টি চার। টি-টোয়েন্টিতে এনিয়ে চতুর্থবার হলেন ম্যাচ সেরা।
বিশ্বকাপে প্রথমবার ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে বেরিংটন জানালেন, শুরুতে উইকেটে মানিয়ে নেওয়াই ছিল প্রধান লক্ষ্য।
“প্রথমে রানের কোনো লক্ষ্য নিয়ে আমরা ব্যাটিংয়ে আসিনি। উইকেটে কেবল মানিয়ে নিতে চেয়েছিলাম। ভাগ্য ভালো আমরা বড় একটা জুটি গড়তে পারি, যেটাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে।”
২৬ রানে যখন দুই উইকেট হারায় স্কটল্যান্ড, উইকেটে যান বেরিংটন। সেখান থেকে ম্যাথু ক্রসকে নিয়ে পার করেন দলের শতরান। তৃতীয় উইকেটে দুইজনে যোগ করেন ৬৫ বলে ৯২ রান।
ক্রস ফিফটি করতে না পারলেও ৩৭ বলে পঞ্চাশে পা রাখেন বেরিংটন। ফিফটির পরও দলকে এগিয়ে নেন তিনিই। বাকি ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থ।
শেষের আগের ওভারে যখন সাজঘরে ফেরেন বেরিংটন, ততক্ষণে দেড়শ পার করে ফেলে স্কটিশরা। পরে দারুণ বোলিং পারফরম্যান্সে তারা জিতে নেয় ম্যাচ।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- শিরোপা লড়াই শেষ রাউন্ডে নিল ইন্টার