ব্যাটিং ঝড়ে ম্যাচের সেরা বেরিংটন

দ্রুত দুই উইকেট হারিয়ে দল যখন বিপাকে, দায়িত্ব কাঁধে তুলে নিলেন রিচি বেরিংটন। বিস্ফোরক ইনিংসে গড়ে দিলেন বড় পুঁজি। যার ওপর ভর করে পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2021, 04:29 PM
Updated : 19 Oct 2021, 04:29 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে পিএনজিকে ১৭ রানে হারায় তারা। বাংলাদেশকে হারানোর পর এই জয়ে দলটি পৌঁছে গেছে পরের রাউন্ডের আরও কাছে।

ওমানের আল আমেরাত স্টেডিয়ামে চারে নেমে ৪৯ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বেরিংটন। ইনিংসে তার ৩ ছক্কার পাশে ৬টি চার। টি-টোয়েন্টিতে এনিয়ে চতুর্থবার হলেন ম্যাচ সেরা।

বিশ্বকাপে প্রথমবার ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে বেরিংটন জানালেন, শুরুতে উইকেটে মানিয়ে নেওয়াই ছিল প্রধান লক্ষ্য।

“প্রথমে রানের কোনো লক্ষ্য নিয়ে আমরা ব্যাটিংয়ে আসিনি। উইকেটে কেবল মানিয়ে নিতে চেয়েছিলাম। ভাগ্য ভালো আমরা বড় একটা জুটি গড়তে পারি, যেটাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে।”

২৬ রানে যখন দুই উইকেট হারায় স্কটল্যান্ড, উইকেটে যান বেরিংটন। সেখান থেকে ম্যাথু ক্রসকে নিয়ে পার করেন দলের শতরান। তৃতীয় উইকেটে দুইজনে যোগ করেন ৬৫ বলে ৯২ রান।

ক্রস ফিফটি করতে না পারলেও ৩৭ বলে পঞ্চাশে পা রাখেন বেরিংটন। ফিফটির পরও দলকে এগিয়ে নেন তিনিই। বাকি ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থ।

শেষের আগের ওভারে যখন সাজঘরে ফেরেন বেরিংটন, ততক্ষণে দেড়শ পার করে ফেলে স্কটিশরা। পরে দারুণ বোলিং পারফরম্যান্সে তারা জিতে নেয় ম্যাচ।