রহস্য স্পিনারের প্রথম ‘পুরস্কার’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2021 12:52 AM BdST Updated: 19 Oct 2021 01:15 AM BdST
-
ক্যারিয়ারে প্রথমবার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন মাহিশ থিকশানা(মাঝে)। ছবি: আইসিসি
তিনি কোন ধরনের বোলার, বোঝা কঠিন। তার স্টক ডেলিভারি কোনটি, খুঁজে পাওয়া ভার। শ্রীলঙ্কার জয়ে সবচেয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার জিতে মাহিশ থিকশানা সমাধান দিলেন নিজেই। লাজুক হেসে জানালেন, অফ স্পিন।
মাঠে ব্যাটসম্যানদের জন্য ছিলেন রহস্য হয়ে। তার পাতা ফাঁদে পা দিয়ে বিদায় নেন নামিবিয়ার তিন ব্যাটসম্যান। পাঁচ ম্যাচের ছোট্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো জিতলেন এই পুরস্কার।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সোমবার ‘এ’ গ্রুপের ম্যাচে ৭ উইকেটে জেতে শ্রীলঙ্কা। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন থিকশানা।
বোলিং অ্যাকশন শ্রীলঙ্কার সাবেক রহস্য স্পিনার অজন্তা মেন্ডিসের মতোই। তার সঙ্গেই অনেক দিন কাজ করে এসেছেন বিশ্বকাপে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছেন, থিকশানার কাছে ভবিষ্যতে আরও অসাধারণ কিছুর প্রত্যাশায় আছেন তিনি।
তৃতীয় ওভারে বল হাতে পান থিকশানা। বিশ্বকাপ অভিষেকে প্রথম বলেই মেলে উইকেট। বেরিয়ে এসে খেলার চেষ্টায় মিড অফে ক্যাচ দেন স্টিভেন বার্ড। পাওয়ার প্লের শেষ ওভারে আবার বোলিংয়ে আসেন থিকশানা। এবার মিড অনে ক্যাচ দেন আরেক ওপেনার জেন গ্রিন।
দ্বাদশ ওভারে ফিরে কোনো উইকেট পাননি থিকশানা, দেন ১২ রান। ষোড়শ ওভারে বোলিংয়ে এসে বোল্ড করে দেন ইয়ান ফ্রাইলিঙ্ককে।
২১ বছর বয়সী স্পিনারের দারুণ বোলিংয়ের পর ৩৯ বল বাকি থাকতেই ৯৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। বিশ্বকাপ পুনরুদ্ধারের অভিযানে শুভ সূচনা করে ২০১৪ আসরের চ্যাম্পিয়নরা।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ‘মেসি-নেইমারকে বদলে কাকে পেতে চান?’
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা