কুলাসেকারাকে ছুঁয়ে বুমরাহর কাছে মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান ছন্দে থাকলে তার বলে রান করা কঠিন। কতটা কঠিন, সেটির প্রমাণ পরিসংখ্যানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি মেডেন ওভারের রেকর্ড স্পর্শ করা থেকে এখন কেবল এক ধাপ দূরে বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

ক্রীড়া প্রতিবেদকমাসকাট থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2021, 04:29 PM
Updated : 17 Oct 2021, 10:08 PM

ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারটিই মেডেন নেন মুস্তাফিজ।

এই নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬টি মেডেন হয়ে গেল মুস্তাফিজের। স্পর্শ করলেন তিনি অবসরে যাওয়া লঙ্কান পেসার নুয়ান কুলাসেকারাকে।

এই দুজনের চেয়ে বেশি মেডেন আছে আর কেবল জাসপ্রিত বুমরাহর। ভারতীয় পেসারের মেডেন ৭টি।

বুমরাহ ওভারও করেছেন কম। ৫০ ম্যাচে ১৭৯.১ ওভার বোলিং করে তার এই ৭ মেডেন। কুলাসেকারা ৫৮ ম্যাচ খেলে বোলিং করেছেন ২০৫.১ ওভার। মুস্তাফিজ ৫৩ ম্যাচে করেছেন ১৯৩.১ ওভার।

৫টি করে মেডেন ওভার নেওয়া বোলার ৭ জন। ভারতের হরভজন সিংয়ের সঙ্গে এখানে আছেন আয়ারল্যান্ডের ট্রেন্ট জনস্টন, শ্রীলঙ্কার অজান্তা মেন্ডিস, পাকিস্তানের মোহাম্মদ আমির, আফগানিস্তানের মোহাম্মদ নবি এবং সংযুক্ত আরব আমিরাতের দুই বোলার মোহাম্মদ নাভিদ ও সুলতান আহমেদ।

বাংলাদেশের বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৪ মেডেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের।