কোভিড: ৩ জনের মৃত্যু, রোগী বেড়েছে ৩২৭ জন

করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩২৭ জন, গত একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2022, 10:35 AM
Updated : 10 March 2022, 12:20 PM

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ওই ৩২৭ জন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ।

বুধবার নয় সপ্তাহ পর নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২ শতাংশের নিচে নেমে আসে।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন দুই হাজার ৪৯৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৫৫ হাজার ২৫৪ জন সুস্থ হয়ে উঠলেন।

মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৩ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ

গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ২৬১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৭৯ শতাংশের বেশি।

যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের সবাই পুরুষ। তাদের মধ্যে দুইজন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। বাকী একজনের বাড়ি খুলনা বিভাগে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬০ লাখ ২৩ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৪৫ কোটি ১৭ লাখের বেশি।