কোভিড: শনাক্ত ৪৪৬, মৃত্যু ৭ জনের

দেশে গত এক দিনে আরও ৪৪৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৭ জনের।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2022, 11:17 AM
Updated : 8 March 2022, 12:04 PM

মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রায় ২০ হাজার নমুনা পরীক্ষা করে এই নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ২ দশমিক ২৩ শতাংশ, যা আগের দিন ২ দশমিক ১৮ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে দুই বছরে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জন কোভিড রোগী শনাক্ত হল। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৯৬ জনের।

সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৩ হাজার ৬২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন সুস্থ হয়ে উঠলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৬ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৩৪৭ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের প্রায় ৭৮ শতাংশ।

যে ৭ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দু’জন নারী। তাদের মধ্যে ছয়জন ঢাকা বিভাগের বাসিন্দা, আরেকজন সিলেটের।

তাদের মধ্যে পাঁচজনের বয়স ছিল ৬০ বছরের বেশি, একজনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছর আর একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬০ লাখের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৪৪ কোটি ৭০ লাখের বেশি।