কোভিড: ভারতে শনাক্তের হার আরও বেড়েছে

ভারতে কোভিড শনাক্তের হার আরও বেড়েছে; সোমবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের হার ১৬ দশমিক ২৮ শতাংশ থেকে বেড়ে ১৯ দশমিক ৬৫ শতাংশ হয়েছে বলে সেদেশর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2022, 05:54 AM
Updated : 17 Jan 2022, 05:54 AM

এনডিটিভি জানিয়েছে, গত এক দিনে ভারতে নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৫৮ হাজার জন; মৃত্যু হয়েছে আরও ৩৮৫ জনের।

শনাক্ত কোভিড রোগীদের মধ্যে যাদের নমুনা থেকে ভাইরাসের জিনোম সিকোয়েন্স কর হচ্ছে, ওমিক্রন ধরনটি শনাক্ত হয়েছে ৮ হাজার ২০৯ জনের মধ্যে। দেশের ২৯টি রাজ্যে এই ধরনটির উপস্থিতির প্রমাণ মিলেছে।

করোনাভাইরাস মহামারীর পুরো সময়ে ভারতে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ৩ কোটি ৭৩ লাখে পৌঁছেছে, মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৬ হাজারের বেশি মানুষের।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ১ হাজার ৭৩৮ জন ওমিক্রনের রোগী শনাক্ত হয়েছে। এরপরই পশ্চিমবঙ্গ, সেখানে ১ হাজার ৬৭২ জনের মধ্যে ওমিক্রমণের সংক্রমণ ধরা পড়েছে।

মহামারীতে দেশটির অন্যতম ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রে নতুন ৪১ হাজার ৩২৭ জনের কোভিড সংক্রমণ ধরা পড়েছে গত এক দিনে, মারা গেছে ২৯ জন।

ভারতের এ রাজ্যে এ পর্যন্ত কোভিডে মারা গেছেন এক লাখ ৪১ হাজার ৮০৮ জন। এছাড়া কেরালায় ৫০ হাজার ৮৩২, কর্ণাটকে ৩৮ হাজার ৪৩১, তামিলনাড়ুতে ৩৬ হাজার ৯৮৯, দিল্লিতে ২৫ হাজার ৩৬৩, উত্তর প্রদেশে ২২ হাজার ৯৬৩ এবং পশ্চিমবঙ্গে ২০ হাজার ৮৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এনডিটিভি জানিয়েছে, গত বছর নভেম্বরের শেষভাগে দক্ষিণ আফ্রিকায় অতিসংক্রামক ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের হার ২৭০ শতাংশ বেড়েছে।