কোভিড: দেশে ডিসেম্বরে ৯১ মৃত্যু, ৭৫ জনই টিকা নেননি

সদ্য শেষ হওয়া ডিসেম্বর মাসে বাংলাদেশে যতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে, তাদের ৮২ শতাংশের টিকা নেওয়া ছিল না।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2022, 06:46 PM
Updated : 5 Jan 2022, 08:47 AM

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরে মারা গেছে ৯১ জন। এর মধ্যে মাত্র ১৬ জন অর্থাৎ ১৭ দশমিক ৬ শতাংশ টিকা নিয়েছিলেন।

বাকি ৭৫ জনই কোভিড টিকা নেয়নি। শতকরা হিসেবে যা ৮২ দশমিক ৪ শতাংশ।

করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের বড় হাতিয়ার হচ্ছে টিকা। বাংলাদেশে গত ফেব্রুয়ারি থেকে টিকা দেওয়া হচ্ছে সরকারি উদ্যোগে বিনা খরচে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, রোববার পর্যন্ত ৭ কোটি ৪৪ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছে। এদের মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছে ৫ কোটি ২৮ লাখ ৪৩ হাজারের বেশি জন।

গত মাসের শেষ সপ্তাহে চালু হওয়ার পর এ পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, পুরো ডিসেম্বর মাসজুড়ে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৫৫ জন। এই সংখ্যা নভেম্বর মাসের চেয়ে বেশি।

নভেম্বরে সারাদেশে ৬ হাজার ৭৪৫ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছিল।

মাঝে সংক্রমণ কমলেও ডিসেম্বরের শেষ ভাগ থেকে ধীরে ধীরে বাড়ছে সংক্রমণ। এরসঙ্গে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনেও সাতজনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে রোববার পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৭ জনের।