চীন থেকে এল আরও ১৭ লাখ টিকা

কোভ্যাক্সের আওতায় চীন থেকে করোনাভাইরাসের আরও ১৭ লাখ টিকা দেশে এসেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2021, 06:11 PM
Updated : 11 August 2021, 06:17 PM

সিনোফার্মের এই টিকা নিয়ে দেশে কোভিড-১৯ টিকার মজুদ বেড়ে হয়েছে ২ কোটি ৯০ লাখ ৪৩ হাজার ৯২০ ডোজ।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার রাত ৭টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা টিকার নতুন চালান এসে পৌঁছায়।

এ নিয়ে বাংলাদেশে সিনোফার্মের টিকা এসেছে ১ কোটি ১৫ লাখ ডোজ।

এর মধ্যে চীন থেকে কেনা ৭০ লাখ টিকা দেশে এসেছে আগেই। এছাড়া চীন থেকে উপহার এসেছে আরও ১১ লাখ ডোজ। আর শেষ দুই দফায় ৩৪ লাখ টিকা এসেছে কোভ্যাক্সের আওতায়।

মডার্না, ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকোর টিকার মজুদ কমে আসায় গণটিকাদান চালিয়ে নিতে সরকারকে এখন নির্ভর করতে হচ্ছে সিনোফার্মের টিকার উপর।

সিনোফার্মের সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনতে ইতোমধ্যে চীনা কোম্পানিটির সঙ্গে চুক্তি করেছে সরকার।