জগন্নাথ শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু

শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনতে নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2021, 12:18 PM
Updated : 4 June 2021, 12:18 PM

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ১০ জুনের মধ্যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে বলা হয়েছে।

“জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে তাদের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণের জন্য জাতীয় পরিচয়পত্র ধারী শিক্ষার্থী/গবেষককে ইংরেজী ক্যাপিটাল লেটারে তথ্যগুলো পাঠানোর অনুরোধ করা হলো,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

টিকার জন্য www.jnu.ac.bd/vfc19 এই লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে।