ক্যান্সার সোসাইটি হাসপাতালে কোভিড ইউনিট চালু, নেই আইসিইউ

রাজধানীর ক্যান্সার সোসাইটি হাসপাতালে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে চালু হয়েছে কোভিড ইউনিট।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2021, 04:08 AM
Updated : 1 May 2021, 04:08 AM

মিরপুরের টেকনিক্যাল মোড়ের এই হাসপাতালে গত শনিবার থেকে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা শুরু হলেও কোনো আইসিইউ সুবিধা নেই।

সাতটি কেবিন এবং ১৮টি সাধারণ শয্যা রয়েছে। প্রতিটি শয্যায় কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে।

কোভিড ইউনিটের তত্ত্বাবধানে আছেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইসিইউ লাগবে না এমন রোগীদের সেবা দিচ্ছি আমরা। রোগীদের যতটুকু অক্সিজেন লাগে তা ২৪ ঘণ্টাই ফ্রি দেওয়া হচ্ছে। এছাড়া এখানে চিকিৎসকদের পরামর্শ ফিও দিতে হবে না।”

চিকিৎসকের সুরক্ষাসামগ্রীর জন্য রোগীদের ওপর চার্জ করা হয় না জানিয়ে তিনি বলেন, এখানে নুন্যতম খরচে চিকিৎসা করাতে পারছেন রোগীরা।

তিনি জানান, কোভিড ইউনিটের ওয়ার্ডের শয্যার ভাড়া দেড় হাজার টাকা এবং কেবিনের সাড়ে তিন হাজার টাকা।

হাসপাতালের ঠিকানা- ক্যান্সার সোসাইটি, ১২০/৩ সি দারুস সালাম, টেকনিক্যাল মোড়, মিরপুর, ঢাকা। যোগাযোগের নম্বর ০১৭৬৩৬৭৮৮৭০।