‘ভালো আছেন’ র‌্যাব মহাপরিচালক

করোনাভাইরাস আক্রান্ত র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন শারীরিকভাবে ‘ভালো আছেন’।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2020, 12:47 PM
Updated : 13 Nov 2020, 12:47 PM

বুধবার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ হওয়ার পর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হন তিনি।

শুক্রবার রাতে র‌্যাব মহাপরিচালকের মোবাইলে ফোন করলে তিনি নিজেই ধরেন।

শারীরিক অবস্থান কেমন জানতে চাইলে আবদুল্লাহ আল-মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ভালো আছি, সুস্থ আছি। আমার জ্বর নেই, গলা ব্যথা নেই, অক্সিজেন স্যাচুরেশন ৯৭-৯৮।

“আমার শুধু করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ এসেছে। শারীরিক কোনো সমস্যা নেই।”

বৃহস্পতিবার র‌্যাবের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীতে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল র‌্যাবপ্রধানের আক্রান্ত হওয়ার খবর জানান।

পরে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ জানান, র‌্যাব মহাপরিচালক বুধবার নমুনা পরীক্ষা করালে তার সংক্রমণ ধরা পড়ে। বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

র‌্যাব প্রধানের তিন সন্তান ও স্ত্রীরও করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

“তাদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তারা সুস্থ আছে, বাসায় আছে,” বলেন আবদুল্লাহ আল-মামুন।