কোভিড-১৯: বিএসএমএমইউর সহযোগী অধ্যাপকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেন মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2020, 04:11 PM
Updated : 1 Oct 2020, 04:11 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএ জানিয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৫ ব্যাচের শিক্ষার্থী ডা. মুহাম্মদ হোসেনের বয়স হয়েছিল ৫৬ বছর।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১১ সেপ্টেম্বর ডা. হোসেনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

“২০ তারিখ থেকে তিনি আইইসিইউতে ছিলেন। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। আজ মারা গেলেন।”

এ নিয়ে করোনাভাইরাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপকের মৃত্যু হল বলে ডা. কনক কান্তি বড়ুয়া জানিয়েছেন। এর আগে গত ১২ জুন এ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান মারা যান।

সারা দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত ৯৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ ধরা পড়ার পর বৃহস্পতিবার পর্যন্ত ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জনের মধ্যে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ২৭২ জন।