স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবস্থা

করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2020, 01:22 PM
Updated : 31 August 2020, 01:26 PM

কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে জনগণের সার্বিক কার্যাবলী/চলাচলের ক্ষেত্রে আগামী ১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এই নির্দেশনা বাস্তবায়ন সংক্রান্ত আদেশ সোমবার জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সেখানে সব সচিবদের চারটি নির্দেশনা দিয়ে তা বাস্তায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

>> জনসাধারণের সার্বিক কার্যাবলী/চলাচলের ক্ষেত্রে স্ব স্ব মন্ত্রণালয়, বিভাগ, কর্তৃপক্ষ তাদের আওতাধীন বিষয়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

>> বাসস্থানের বাইরে সর্বাবস্থায় মাস্ক পরিধান করা, পারস্পারিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

>> কোভিড-১৯ এর বিস্তার রোধে স্থানীয় সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগসহ জেলা ও উপজেলা প্রশাসন ব্যাপক প্রচারণা ও জনসচেতনামূলক কার্যক্রম বাস্তবায়ন করেব।

>> স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধানাবলী অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে চলা টানা ৬৬ দিনের লকডাউন ওঠার পর গত ৩০ মে থেকে অফিস চলছে। প্রথম দিকে ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী নিয়ে অফিস চললেও এখন সবাইকে অফিস করতে হচ্ছে।

এদিকে মার্চের প্রথম দিকে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর ইতোমধ্যে শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে সোয়া চার হাজার মানুষের।

এখনও প্রতিদিন দুই হাজারের বেশি মানুষের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হচ্ছে।