পরিবেশমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2020, 01:12 PM
Updated : 12 August 2020, 01:12 PM

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর উপসর্গ থাকায় মঙ্গলবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিবেশমন্ত্রীর নমুনা নিয়ে টেস্ট করলে বুধবার দুপুরে ফলাফল পজিটিভ আসে।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হচ্ছেন।”

দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ৬৫ বছর বয়সী  মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

মন্ত্রীদের মধ্যে এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

মন্ত্রী মো. শাহাব উদ্দিন মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি এ পর্যন্ত চার বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন  মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শাহাব উদ্দিন ।