<p>জলাবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ফলে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরের অধিকাংশ এলাকায় খাবার পানির সংকট মারাত্মক আকার ধারণ করেছে বলে অনেক দিন থেকেই অভিযোগ করছে এলাকাবাসী।</p><p>স্থানীয় সূত্রে জানা যায়, আইলার পর এলাকার অধিকাংশ টিউবয়েলের পানি লবণাক্ত হওয়ায় তা খাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে।</p><p>অন্য বছরের তুলনায় এবছর বৃষ্টি পাতের পরিমাণ কম হওয়ায় পনির স্তর নিচে নেমে গিয়ে এ সংকট আরও চরম আকার ধারণ করেছে।</p><p>অনেক দূর থেকে পানি সংগ্রহ করতে হয় বলে জানালেন এক গৃহবধু।</p><p>সাতক্ষীরার উপকূলীয় আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদ সদস্য মফিজুল ইসলাম জানান, উপকূলে সুপেয় পানির তীব্র সংকট। জলবায়ু পরিবর্তনের সঙ্গে ঋতু পরিবর্তনের ফলে বৃষ্টিও কমে যাওয়ায় এই সংকট আরও তীব্র হয়েছে।</p>.<blockquote>প্রতিবেদকের বয়স: ১১। জেলা: সাতক্ষীরা। </blockquote>