জঙ্গি ঘটনার বেশিরভাগই উদঘাটন: আইজিপি

জঙ্গি সংশ্লিষ্ট ৯৫ শতাংশ অপরাধের তথ্য উদঘাটনের দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2016, 07:11 PM
Updated : 31 May 2016, 07:11 PM

তিনি বলছেন, এসব ঘটনায় আইএস বা আল-কায়দার জড়িত থাকার প্রমাণ মেলেনি।

মঙ্গলবার বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের সিসি ক্যামেরাভিত্তিক নিরাপত্তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আইজিবি এসব কথা বলেন।

জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের শক্ত অবস্থান তুলে ধরে আইজিপি বলেন, “পুলিশের তদন্তের মাধ্যমে ৫৬ জন জঙ্গির ফাঁসির আদেশ হয়েছে, আজ আরও ছয় জঙ্গির ফাঁসি হয়েছে। ব্যাংক ডাকাতিতে ফাঁসি হওয়া এই ছয় জঙ্গিসহ মোট ৬২ জঙ্গির ফাঁসি হয়েছে পুলিশের তদন্তের কারণে।

“বাকিগুলোর কিছু হাই কোর্টে আছে, কিছু ঝুলতেছে।”

সাভারের আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতির কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে মাহফুজুল ইসলাম জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ পর্যায়ের নেতা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যদের মধ্যে মিন্টু প্রধান বাদে বাকিরা জেএমবির সদস্য।

জঙ্গিকাণ্ডের পর নানা নামে দাবি প্রসঙ্গে শহীদুল হক বলেন, “জঙ্গিরা কোনও সহিংস ঘটনা ঘটানোর পর, কেউ বলে আইএস করেছে; কেউ বলে আল-কায়দা করেছে। কিন্তু অপরাধীদের আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হলে, আইএস, আল-কায়দার কোন প্রমাণ মেলে না। আসলে একটি মহল মিথ্যা তথ্য উপস্থাপন করে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান সদরঘাটসহ পুরো পুরান ঢাকায় সিসি ক্যামেরা বসানোর আহ্বান জানিয়ে বলেন, “এতে অপরাধীদের মধ্যে ভীতির সঞ্চার হবে।”

লালবাগ এলাকার ব্যবসায়ীদের অর্থায়নে এই এলাকার বিভিন্ন পয়েন্টে ৩ হাজার ৩৪০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।

এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, “সিসি ক্যামেরার সহায়তায় আমরা অনেক গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত সহজে করতে পেরেছি। এটি অপরাধীদের শনাক্ত করতে সক্ষম।”

লালবাগসহ পুরো রাজধানীকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার মফিজ উদ্দিন, লালবাগ জোনের এডিসি আবিদা সুলতানা, বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম আকাশ, ঢাকা মহানগর পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক দোলন কান্তি বড়ুয়া, ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার ঢালী প্রমুখ।

এসময় কোতোয়ালি থানা পুলিশের জন্য একটি পিকআপ ভ্যানের চাবি আইজিপির হাতে তুলে দেয় ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি।