সমাবেশে অনীহা: ফজিলাতুন্নেছা হলের কক্ষে তালা

ছাত্রলীগের সমাবেশে যোগ দিতে অপারগতা জানানোর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের অন্তত পাঁচটি কক্ষ থেকে অন্তত ১২ ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 06:51 AM
Updated : 31 August 2014, 08:06 AM

ভুক্তভোগী ছাত্রীরা অভিযোগ করেন, শনিবার গভীর রাতে তাদের বের করে দিয়ে হলের ১০৫ থেকে ১০৯ নম্বর কক্ষে তালা লাগিয়ে দেয় ছাত্রলীগ। পরে তারা অন্য কক্ষে রাত যাপন করেন।

পনের অগাস্ট স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে রোববার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কক্ষে তালা দেওয়ার বিষয়ে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হল প্রাধ্যক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তিনি  ঘটনাস্থলে গিয়ে ব্যাবস্থা নেবেন।”

এদিকে হলের প্রাধ্যক্ষ সবিতা রিজওয়ানা রহমান জানিয়েছেন, একটি কক্ষ খুলে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পাঁচটি নয় ১০৫ নম্বর কক্ষ তালা দেওয়া হয়েছিল। সমাবেশে যোগ দেওয়া নিয়ে এ ঝামেলার সূত্রপাত হয়েছে বলে তিনি শুনেছেন।

ঘটনার বিষয়ে জানতে ফজিলাতুন্নেছা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাবিলা মারুফাকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।