জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল সোমবার

উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ উঠার পরদিন প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2014, 10:17 AM
Updated : 26 Jan 2014, 10:17 AM

রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জানুয়ারি ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রথম মেধা তালিকাসহ ফল প্রকাশ করা হবে।

পরীক্ষার উত্তরপত্রে জালিয়াতি হয়েছে বলে শনিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সদস্য অভিযোগ করেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুযোগ না থাকলেও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের এক কর্মকর্তা ভর্তি পরীক্ষার পর প্রশ্নপত্রের উত্তরপত্র অংশে বেশকিছু রদবদল করেছেন, যাতে ফলাফলে অন্তত ৩০ নম্বরের ব্যবধান দেখা যাচ্ছে।”

এর ফলে অনেক অযোগ্য প্রার্থীও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে যেতে পারে বলে আশঙ্কা করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফল জানতে পারবেন। ফল জানতে NU লিখে স্পেস দিয়ে AT লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

এছাড়া রাত ৯টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions এ ভর্তি পরীক্ষার ফল পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মেধা তালিকায় অন্তর্ভুক্তদের ভর্তির ব্যাপারে পরবর্তী করণীয় সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার পরামর্শ দেয়া হয়েছে।

গত ২৭ ডিসেম্বর সারা দেশে মোট ৫১৬টি অনার্স কলেজের ৩০টি বিষয়ে ভর্তির জন্য চার লাখ ১৩ হাজার ৪৫৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেন।