চমেক ছাত্র সংসদের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ছাত্র সংসদের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2012, 09:36 AM
Updated : 25 Feb 2012, 09:36 AM
চট্টগ্রাম, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ছাত্র সংসদের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
তবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
শনিবার চমেকের অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কাউন্সিলের সদস্য চমেকের সহকারী অধ্যাপক ড. নাসির উদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সভায় সীমিত আকারে ছাত্র সংসদ কার্যক্রম চালুর সিদ্ধান্ত হলেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ওপর নিষেধাজ্ঞা থাকবে।”
ছাত্রদলকর্মী আবিদুর রহমান খুনের পর গত ২২ অক্টোবর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ও ছাত্র সংসদের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। চার মাস সাত দিন স্থগিত থাকার পর ছাত্র সংসদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।
অধ্যাপক নাসির উদ্দিন জানান, ছাত্র সংসদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তা পর্যবেক্ষণের জন্য ছয় সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায়।
বর্তমানে চমেকের ছাত্র সংসদের নেতৃত্বে রয়েছে ছাত্রলীগ।
গত ২১ অক্টোবর চমেক ছাত্রদলকর্মী আবিদুর রহমান ছাত্রলীগের নেতাদের মারধরে নিহত হন। এই ঘটনার পর ২২ জনের বিরুদ্ধে মামলা হয়। এরা সবাই ছাত্র সংসদ ও কলেজ ছাত্রলীগের নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৩৪ ঘ.