চবি হল থেকে বহিরাগত যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ অমানত হল থেকে এক বহিরাগত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2011, 05:58 AM
Updated : 17 July 2011, 05:58 AM
চট্টগ্রাম, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ অমানত হল থেকে এক বহিরাগত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার মধ্যরাতে ওই হলের ২০৮ নম্বর কক্ষ থেকে মো. রায়হান (২৭) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রায়হান নাটোর জেলার সিংডা থানার চাঁদপুর গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদক সেবন ও বিক্রিতে জড়িত থাকার অভিযোগ পেয়ে রায়হানকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের সময় তার কাছে কোনো মাদক পাওয়া যায় নি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে রায়হানের বিরুদ্ধে একটি মামালা হয়েছে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাটহাজরী থানার ওসি আবুল কালাম আজাদ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ আকতার হোসেন জানান, রায়হান চবির শিক্ষার্থী নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/আরএম/১৭৫৭ ঘ.