ইবি'র ফাযিল শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসায় ফাজিল (সম্মান) শ্রেণীর প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2011, 08:08 AM
Updated : 27 Jan 2011, 08:08 AM
ইসলামী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসায় ফাজিল (সম্মান) শ্রেণীর প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দেশের ৩১টি মাদ্রাসায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় কুষ্টিয়ার কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসায় ভর্তি পরীক্ষার উদ্বোধন করেন এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন- কুওয়াতুল ইসলাম কামিল মাদরাসার অধ্যক্ষ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মাওলানা মো. আব্দুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ড. জাহাঙ্গীর হোসাইন, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এ এইচ এম আলী আহসান প্রমুখ।
উদ্বোধনকালে অধ্যাপক এম আলাউদ্দিন বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞানসম্মত শিক্ষার সমন্বয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিগগিরই দেশের অপর মাদ্রাসায়ও ফাযিল (সম্মান) কোর্স চালু করা হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১টি মাদ্রাসায় প্রাথমিকভাবে পাঁচটি বিষয়ে চার বছর মেয়াদী ফাজিল (সম্মান) কোর্স চালু করা হয়েছে।
বিষয়গুলো হলো- আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আরবি ভাষা ও সাহিত্য।
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ কার্যালয়ের উপ-পরিচালক মো. গোলাম সাকলাইন বলেন, এবার পাঁচ বিষয়ে ২ হাজার ১৫০টি আসনের বিপরীতে ৫ হাজার ১৫০ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন। আগামী ৩০ জানুয়ারি সব পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪২ ঘ.