উপাচার্যের দায়িত্ব শেষে অধ্যাপক পদে নীতিশ চন্দ্র

উপাচার্য পদে মেয়াদ শেষে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক পদে যোগ দিয়েছেন ড. নীতিশ চন্দ্র দেবনাথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2010, 08:28 AM
Updated : 6 Nov 2010, 08:28 AM
চট্টগ্রাম, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য পদে মেয়াদ শেষে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক পদে যোগ দিয়েছেন ড. নীতিশ চন্দ্র দেবনাথ।
সিভাসু'র উপাচার্য পদে শনিবার পর্যন্ত কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
সিভাসু'র ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ চৌধুরী আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার নীতিশ চন্দ্রের উপাচার্য পদে মেয়াদ শেষ হয়। ওইদিনই তিনি সিভাসু'র মাইক্রোবায়োলজি বিভাগে যোগ দেন।
নীতিশ চন্দ্র দেবনাথকে উপাচার্য পদে পুনরায় নিয়োগ না দেওয়ায় ক্যাম্পাসে 'বিজয় মিছিল' ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সংগঠনটি নীতিশ চন্দ্র দেবনাথকে ক্যাম্পাসে 'অবাঞ্ছিত' ঘোষণা করেছে।
নীতিশ চন্দ্রের অপসারণ দাবি করে গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার কুশপুতুল পোড়ায় ছাত্রলীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২০১৮ ঘ.