জিপিএ- ৫ ও পাসের ভিত্তিতে সেরা ১০ কলেজ

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ- ৫ ও পাসের হারের ভিত্তিতে আট শিক্ষা বোর্ডের সেরা কলেজগুলো হলো-

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2009, 09:39 AM
Updated : 25 July 2009, 09:39 AM
ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ- ৫ ও পাসের হারের ভিত্তিতে আট শিক্ষা বোর্ডের সেরা কলেজগুলো হলো-
ঢাকা বোর্ড
জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে বোর্ডের শীর্ষ ১০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এক হাজার ২০৭টি জিপিএ-৫ নিয়ে প্রথম স্থানে রয়েছে নটরডেম কলেজ। ৯৩৪টি জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা সিটি কলেজ। এরপর পর্যায়ক্রমে রয়েছে ভিকারুননিসা নূন কলেজ (৫৩১ জন), বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস কলেজ (৪০৯ জন), ঢাকা কমার্স কলেজ (৪০৯ জন), আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (৩৯৩ জন), ঢাকা কলেজ (৩৫৯ জন), হলিক্রস কলেজ (৩৩৯ জন), রাজউক উত্তরা মডেল কলেজ (৩১৭ জন), মাইলস্টোন কলেজ (২২৯ জন) ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ (২১৭ জন)।
পাসের হারের দিক থেকে বোর্ডের সেরা ১০টি কলেজ হলো- বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ (পাস করেছে ৮৯৮ জন), ন্যাশনাল আইডিয়াল কলেজ খিলগাঁও (৭৮৭ জন), ক্যামব্রিয়ান কলেজ গুলশান (৩৬৯ জন), শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ডেমরা (১৯৫ জন), আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ নরসিংদী (১৭২ জন), কোয়ালিটি এডুকেশন কলেজ (১০২ জন), এসওএস হারমেন মেইনার কলেজ মীরপুর (৯০ জন), হলি চাইল্ড কলেজ উত্তরা (৭১ জন), সাউথ পয়েন্ট কলেজ গুলশান (৫৩ জন) ও ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ (৫১ জন)।
কলেজগুলোর সবগুলোরই পাসের হার শতভাগ।
রাজশাহী বোর্ড
জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে বোর্ডের সেরা ১০টি কলেজের শীর্ষ স্থান পেয়েছে- নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী (৪৪১ জন), সরকারি আজিজুল হক কলেজ বগুড়া (২৮৯ জন), বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (১৭৫ জন), রাজশাহী সরকারি সিটি কলেজ (১৪০ জন), শহীদ বুলবুল সরকারি কলেজ পাবনা (৯৯ জন), নওগাঁ সরকারি কলেজ (৬৪ জন), উল্লাপাড়া বিজ্ঞান কলেজ সিরাজগঞ্জ (৫৮ জন), সিরাজগঞ্জ সরকারি কলেজ (৪৭ জন), কাদিরাবাদ ক্যান্টনমেন্ট কলেজ নাটোর (৪৬ জন) ও চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ (৪৫ জন)।
পাসের হারের দিক থেকে বোর্ডের সেরা ১০ কলেজ হলো- পাবনা ক্যাডেট কলেজ (১০০ শতাংশ), বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (৯৯.৫৫ শতাংশ), আর্মড পুলিশ ব্যাটালিয়ন কলেজ বগুড়া (৯৮.৪৩ শতাংশ), কাদিরাবাদ ক্যান্টনমেন্ট কলেজ নাটোর (৯৮.১৩ শতাংশ), উল্লাপাড়া বিজ্ঞান কলেজ (৯৭.৯২ শতাংশ), আল হেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ বেড়া-পাবনা (৯৭.৯০ শতাংশ), পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ শেরপুর-বগুড়া (৯৫.৫২ শতাংশ), নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী (৯৪.৪৪ শতাংশ), ডেঙ্গারগ্রাম কলেজ আটঘরিয়া-পাবনা (৯৪.২৫ শতাংশ) ও রাজশাহী সরকারি সিটি কলেজ (৯৩.৯০ শতাংশ)।
কুমিল্লা বোর্ড
জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে বোর্ডের সেরা ১০টি কলেজ হলো- ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা (১৫৮ জন), ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা (৭৪ জন), কুমিল্লা ক্যাডেট কলেজ (৩৬ জন), নোয়াখালী সরকারি কলেজ (২৬ জন), অধ্যাপক আব্দুল মজিদ কলেজ মুরাদনগর-কুমিল্লা (২৩ জন), ফেনী সরকারি কলেজ (২২ জন), কাজী শফিকুল ইসলাম কলেজ ব্রাহ্মণবাড়িয়া (১৯ জন), আল-আমিন একাডেমি চাঁদপুর (১৬ জন), চৌমুহনী সরকারি এসএ কলেজ বেগমগঞ্জ-নোয়াখালী (১৪ জন) ও চাঁদপুর সরকারি মহিলা কলেজ (১৩ জন)।
পাসের হারের দিক থেকে বোর্ডের সেরা ১০টি কলেজ হলো- ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ কুমিল্লা (১০০ শতাংশ), কুমিল্লা ক্যাডেট কলেজ (১০০ শতাংশ), কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজ (৯৭.৮৩ শতাংশ), কুমিল্লা কমার্স কলেজ (৯৭.৩৩ শতাংশ), শশীদল আবু তাহের কলেজ ব্রাহ্মণপাড়া-কুমিল্লা (৯৭.৩০ শতাংশ), চর মতুয়া কলেজ নোয়াখালী (৯৭.১২ শতাংশ), কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ (৯৭.০৯ শতাংশ), আল-আমিন একাডেমি চাঁদপুর (৯৬.৯৭ শতাংশ), সোনার বাংলা কলেজ বুড়িচং-কুমিল্লা (৯৩.৮১ শতাংশ) ও মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ ব্রাহ্মণপাড়া-কুমিল্লা (৯৩.৭৫ শতাংশ)।
যশোর বোর্ড
জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে বোর্ডের সেরা ১০টি কলেজ হলো- যশোর ক্যান্টনমেন্ট কলেজ (জিপিএ পেয়েছে ২৫৬ জন), খুলনা সরকারি এমএম কলেজ (১৫২ জন), খুলনা সরকারি মহিলা কলেজ (৯৬ জন), কুষ্টিয়া সরকারি কলেজ (৮৬ জন), খুলনা পাবলিক কলেজ (৬০ জন), ঝিনাইদহ ক্যাডেট কলেজ (৪৬ জন), বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা (৪৫ জন), ঝিনাইদহ সরকারি কেসি কলেজ (৪২ জন), চুয়াডাঙ্গা সরকারি কলেজ (৩৪ জন), ড. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ যশোর (৩৪ জন), হামিদপুর আলহেরা কলেজ যশোর (৩৪ জন), সাতক্ষীরা সরকারি কলেজ (২৮ জন) ও শেখ আমানউল্লাহ কলেজ কলারোয়া-সাতক্ষীরা (২৮ জন)।
পাসের হারের দিক থেকে এ বোর্ডের সেরা ১০টি কলেজ হলো- ঝিনাইদহ ক্যাডেট কলেজ (১০০ শতাংশ), শেখ আকিজউদ্দীন উচ্চমাধ্যমিক কলেজ ঝিকরগাছা-যশোর (৯৮.৭৩ শতাংশ), যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ (৯৭.৭৩ শতাংশ), তরিকুল ইসলাম কলেজ চৌগাছা-যশোর (৯৭.৩৩ ভাগ), খুলনা সরকারি মহিলা কলেজ (৯৭.৩১ শতাংশ), পাকশিয়া আইডিয়াল কলেজ শার্শা-যশোর (৯৭.২৭ শতাংশ), বিবিএম কলেজিয়েট স্কুল আশাশুনি-যশোর (৯৭.২২ শতাংশ), বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ শৈলকূপা-ঝিনাইদহ (৯৭.১৩ শতাংশ), যশোর ক্যান্টনমেন্ট কলেজ (৯৬.৫২ শতাংশ) ও খুলনা পাবলিক কলেজ (৯৫.৮৯ শতাংশ)।
চট্টগ্রাম বোর্ড
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে চট্টগ্রাম বোর্ডের সেরা ১০টি কলেজ হলো- চট্টগ্রাম কলেজ (জিপিএ- ৫ পেয়েছে ৩১৩ জন), সরকারি মহসিন কলেজ (৩১২ জন), সরকারি কমার্স কলেজ (২১৫ জন), চট্টগ্রাম সরকারি সিটি কলেজ (১২৪ জন), চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১১২ জন), ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম (৮১ জন), চট্টগ্রাম সরকারি কলেজ পাঁচলাইশ (৪৬ জন), কক্সবাজার সরকারি কলেজ (৩৬ জন), ফৌজদারহাট ক্যাডেট কলেজ (৩০ জন) ও নৌবাহিনী কলেজ চট্টগ্রাম (২৩ জন)।
পাসের হারের ভিত্তিতে এ বোর্ডের সেরা ১০টি কলেজ হলো- ফৌজদারহাট ক্যাডেট কলেজ (১০০ শতাংশ), সরকারি কমার্স কলেজ ডাবলমুরিং-চট্টগ্রাম (৯৯.৮৩ শতাংশ), চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পাঁচলাইশ (৯৯.৬০ শতাংশ), চট্টগ্রাম কলেজ (৯৮.৬১ শতাংশ), চট্টগ্রাম মেট্রোপলিটন কমার্স কলেজ (৯৮.২৫ শতাংশ), চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা কলেজ (৯৭.৮৩ শতাংশ), ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৯৭.৩১ শতাংশ), সরকারি মহসিন কলেজ (৯৬.৯৬ শতাংশ), কামালউদ্দীন চৌধুরী কলেজ মীরশ্বরাই-চট্টগ্রাম (৯৬.২৪ শতাংশ) ও আগ্রাবাদ মহিলা কলেজ (৯৫.৯৯ শতাংশ)।
বরিশাল বোর্ড
জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে বরিশাল বোর্ডের সেরা ১০টি কলেজ হলো-অমৃতলাল দে কলেজ বরিশাল (১৩৩ জন জিপিএ ৫ পেয়েছে), বরিশাল সরকারি মহিলা কলেজ (৭৪ জন), বরিশাল ক্যাডেট কলেজ (৩৯ জন), বরিশাল সরকারি হাতেম আলী কলেজ (৩৫ জন), বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ (২৪ জন), শহীদ স্মৃতি কলেজ স্বরূপকাঠি-পিরোজপুর (১৮ জন), গলাচিপা ডিগ্রি কলেজ পটুয়াখালী (১৩ জন), বরগুনা সরকারি কলেজ (১৩ জন), স্বরূপকাঠি সরকারি কলেজ পিরোজপুর (০৯ জন), চরফ্যাশন কলেজ ভোলা (০৯ জন), পটুয়াখালী সরকারি মহিলা কলেজ (৮ জন), পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ (৮ জন), হিজলা কলেজ বরিশাল (৭ জন), নাজিউর রহমান কলেজ ভোলা (৭ জন) ও ঝালকাঠি মহিলা কলেজ (৭ জন)।
পাসের হারের দিক দিয়ে এ বোর্ডের সেরা ১০টি কলেজ হলো- বরিশাল ক্যাডেট কলেজ (১০০ শতাংশ), মিরুখালি মহাবিদ্যালয় মঠবাড়িয়া-পিরোজপুর (৯৫.১২ শতাংশ), শহীদ জননী মহিলা মহাবিদ্যালয় নজিপুর-পিরোজপুর (৯৩.১০ শতাংশ), বেগম ফয়জুন্নেসা মহিলা কলেজ বামনা-বরগুনা (৯৩.০৭ শতাংশ), বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ (৯২.৯২ শতাংশ), জিয়ানগর কলেজ পিরোজপুর (৯২.৬৩ শতাংশ), অমৃতলাল দে কলেজ বরিশাল (৯২.৩২ শতাংশ), নজিপুর শহীদ জিয়া কলেজ (৯১.১৯ শতাংশ), মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ করাপাড়া-পটুয়াখালী (৯১.১১ শতাংশ) ও আগরপুর কলেজ বাবুগঞ্জ-বরিশাল (৯০ শতাংশ)।
সিলেট বোর্ড
জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে সিলেট বোর্ডের সেরা ১০টি কলেজ হলো- সিলেট এমসি কলেজ (১৪৫ জন জিপিএ-৫ পেয়েছে), জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজ (৬৩ জন), সিলেট সরকারি মহিলা কলেজ (৬১ জন), সিলেট ক্যাডেট কলেজ (৩৬ জন), মৌলভীবাজার সরকারি কলেজ (২৩ জন), সুনামগঞ্জ সরকারি কলেজ (১৪ জন), সিলেট কমার্স কলেজ (১২ জন), মদনমোহন কলেজ সিলেট (১১ জন), বৃন্দাবন কলেজ হবিগঞ্জ (১০ জন) ও দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ শ্রীমঙ্গল- মৌলভীবাজার (৬ জন)।
পাসের হারের দিক থেকে এ বোর্ডের সেরা ১০টি কলেজ হলো- সিলেট কমার্স কলেজ (১০০ শতাংশ), সিলেট ক্যাডেট কলেজ (১০০ শতাংশ), জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজ (৯৯.৬২ শতাংশ), শাহ নিমত্র সাগরলাল ফুলতলা মহাবিদ্যালয় জুরি-মৌলভীবাজার (৯৭.৫০ শতাংশ), স্কলারস হোম সিলেট (৯৬.৫২ শতাংশ), সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ (৯৬.২৩ শতাংশ), ইছামতি কলেজ জকিগঞ্জ-সিলেট (৯৬ শতাংশ), বাদশাগং কলেজ ধর্মপাশা-সুনামগঞ্জ (৯৫.৪০ শতাংশ), সিলেট সরকারি মহিলা কলেজ (৯৫.০৬ শতাংশ) ও জালালাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ সিলেট (৯৪.৯৬ শতাংশ)।
দিনাজপুর বোর্ড
জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে দিনাজপুর বোর্ডের সেরা ১০টি কলেজ হলো- রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (১৮২ জন), রংপুর সরকারি কলেজ (১৪৮ জন), দিনাজপুর সরকারি কলেজ (১২৯ জন), সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (১০৪ জন), সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ (৭১ জন), পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ দিনাজপুর (৬৭ জন), পুলিশ লাইন কলেজ রংপুর (৬২ জন), রংপুর ক্যাডেট কলেজ (৪৫ জন), ঠাকুরগাঁও সরকারি কলেজ (৪৩ জন) ও গাইবান্ধা সরকারি কলেজ (৩৫ জন)।
পাসের হারের দিক দিয়ে এ বোর্ডের সেরা ১০টি কলেজ হলো- রংপুর ক্যাডেট কলেজ (১০০ শতাংশ), সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (৯৮.৯৪ শতাংশ), রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (৯৮.৫৬ শতাংশ), সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ (৯৮.০৯ শতাংশ), পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ দিনাজপুর (৯৬.০৩ শতাংশ), আহমেদউদ্দীন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ গাইবান্ধা (৯৫.২০ শতাংশ), গিন্নিদেবী আগারওয়াল মহিলা কলেজ ঠাকুরগাঁও (৯২.৫০ শতাংশ), সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর (৯২.৪৯ শতাংশ), পুলিশ লাইন কলেজ রংপুর (৯২.৩১ শতাংশ) ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ রংপুর (৯১.৯৯ শতাংশ)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসকে/২২৪৭ঘ.