ইউএপির অধ্যাপক আবু সাঈদ পেলেন এআইএ প্রেসিডেন্সিয়াল পদক

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টস (এআইএ) প্রেসিডেন্সিয়াল পদকে ভূষিত হয়েছেন; পেয়েছেন সম্মানসূচক সদস্য পদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2022, 03:41 PM
Updated : 5 July 2022, 03:54 PM

সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগোতে আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টসের এক সমাবর্তন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ড্যানিয়েল এস হার্ট অধ্যাপক আবু সাঈদকে সম্মানসূচক এই প্রেসিডেন্সিয়াল পদক প্রদান ও সদস্য পদে ভূষিত করেন বলে ইউএপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএপির স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস অ্যান্ড ডিজাইনের ডিন অধ্যাপক সাঈদ এশিয়ার আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিলে তার অবদানের পাশাপাশি বিশ্বব্যাপী স্থপতিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বাড়ানোর জন্য তার কাজের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ এ পদক ও সম্মাননা লাভ করেছেন।

অধ্যাপক সাঈদ এশিয়ার ২২টি দেশের সংগঠন আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল অব এশিয়ার (আর্কএশিয়া) বর্তমান সভাপতি। তিনি ইনস্টিটিউট অব আর্কিটেক্টস অব বাংলাদেশের সাবেক সভাপতিও ছিলেন।