টিএসসিতে বন্যার্তদের জন্য কনসার্টে ৪ লাখ টাকার টিকেট বিক্রি

সিলেট ও সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের জন্য অর্থ সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুই দিনের কনসার্টে চার লাখ টাকার বেশি টিকেট বিক্রি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2022, 08:07 PM
Updated : 28 June 2022, 08:07 PM

এছাড়া কনসার্টে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিশিষ্টজনেরা বানভাসিদের জন্য সহায়তা সংগ্রহের ফান্ডে অর্থ সহায়তা দিয়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তরা।

মঙ্গলবার কনসার্টের শেষ দিন আয়োজক কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক জয় দাস এ তথ্য জানান।

টিএসসিভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো ‘বন্যার্তদের জন্য কনসার্ট’ শীর্ষক এ কনসার্ট আয়োজন করে।

এতে সঙ্গীত পরিবেশন করে ব্যান্ডদল ওয়ারফেইজ, আর্ক, ভাইকিং, এশেজ, সোনার বাংলা সার্কাস, সহজিয়া, কৃষ্ণপক্ষসহ ২১টি ব্যান্ড দল।

একক সঙ্গীত শিল্পী হিসেবে মেহরীন, পারভেজ সাজ্জাদ, জয় শাহরিয়ার ও নবীন খানসহ আরও অনেকে সঙ্গীত পরিবেশন করেন। কোনো পারিশ্রমিক না নিয়েই ব্যান্ড দলগুলো কনসার্টে অংশ নিয়েছে বলে জানান আয়োজকরা।

শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো সমন্বিতভাবে একটি অহ্বায়ক কমিটি গঠন করে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছে; এরই অংশ হিসেবে কনসার্টের আয়োজন করা হয়।