সনি হত্যার ২০ বছর: দণ্ডপ্রাপ্ত পলাতকদের গ্রেপ্তারের দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2022 04:40 PM BdST Updated: 08 Jun 2022 04:44 PM BdST
দুই দশক আগে ছাত্রদলের সংঘর্ষের মধ্যে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনির নিহত হওয়ার ঘটনায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
বুধবার সকালে বুয়েটের সাবেকুন নাহার সনি হলের সামনে সনি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।
পুস্পস্তবক অর্পণের সময় সনি মেমোরিয়াল ফাউন্ডেশন ও বুয়েট ছাত্রলীগের সাবেক নেতারা সনির স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেন।
এ সময় সনি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক ছাত্রদল নেতা মুকি, টগরসহ সব আসামিদের গ্রেপ্তার করে রায় কার্যকরের দাবি জানানো হয়।

বুয়েট ছাত্রদল সভাপতি মোকাম্মেল হায়াত খান মুকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়েছিলেন তিনি।
দীর্ঘ আন্দোলনের পর আসামিদের বিরুদ্ধে মামলা হয়। বিচারে নিম্ন আদালতে মুকি, টগর ও নুরুল ইসলাম সাগরের মৃত্যুদণ্ডের রায় হয়।
২০০৬ সালের ১০ মার্চ হাই কোর্ট তাদের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এসএম মাসুম বিল্লাহ ও মাসুমকে খালাস দেয় হাই কোর্ট।
মুকি পরে পালিয়ে যান
অস্ট্রেলিয়ায়। সাগরও পলাতক রয়েছেন। কারাগারে রয়েছেন টগর।

সনি হত্যার বিচার এবং সন্ত্রাসের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন থেকে বুয়েটের শিক্ষার্থীরা ছাত্রী হলটি সনির নামে করার দাবি জানিয়েছিলেন। পরে গত বছরের নভেম্বরে ওই হলের নাম সাবেকুন নাহার সনি হল করা হয়।
সনির স্মৃতিকে ধরে রাখতে ছাত্রী হলের নাম সনি হল রাখায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মানববন্ধন থেকে ধন্যবাদ জানান বুয়েটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
বুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী হাবিব আহমেদ হালিম মুরাদ, মনিরুজ্জামান মনির, শফিউল আলম ডলার, অমিত কুমার চক্রবর্তী, রনক আহসান, তন্ময় আহমেদ, আবু হাসান মাসুদ, আবু সাইদ কনক, জয় প্রকাশসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও খবর:
ছাত্রদলের সংঘাতে নিহত শিক্ষার্থী সনির নামে হল বুয়েটের ছাত্রীহল
-
উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লেখা জগন্নাথ শিক্ষার্থী শাস্তির মুখে
-
টিএসসিতে ‘বন্যার্তদের জন্য কনসার্ট’ সোম ও মঙ্গলবার
-
রাবিতে শিক্ষার্থীকে কক্ষছাড়া করার চেষ্টার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
-
হিমাগারের নকশা করে স্বর্ণপদক জিতলেন আইইউবির দুই শিক্ষার্থী
-
উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
-
পদ্মা সেতু উদ্বোধনের দিনে বুয়েটে ক্লাস বন্ধ
-
শাবির বন্যায় স্থগিত পরীক্ষা ঈদের পর
-
শ্রীলঙ্কায় জ্বালানি স্টেশনে বিক্ষোভ, সেনাদের গুলি
-
উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লেখা জগন্নাথ শিক্ষার্থী শাস্তির মুখে
-
টিএসসিতে ‘বন্যার্তদের জন্য কনসার্ট’ সোম ও মঙ্গলবার
-
হিমাগারের নকশা করে স্বর্ণপদক জিতলেন আইইউবির দুই শিক্ষার্থী
-
উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
-
পদ্মা সেতু উদ্বোধনের দিনে বুয়েটে ক্লাস বন্ধ
-
শাবির বন্যায় স্থগিত পরীক্ষা ঈদের পর
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল