আইইউবি’র আয়োজনে হল জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ভৌত বিজ্ঞান বিভাগের আয়োজনে জাতীয় পর্যায়ে বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড (বিডিওএএ) অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2022, 04:52 PM
Updated : 31 May 2022, 04:52 PM

আইইউবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২১ মে সারা দেশের নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাটির আঞ্চলিক রাউন্ড থেকে নির্বাচিত প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পায়।

জাতীয় পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিডিওএএ’র সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অ্যাস্ট্রোনমি রিসার্চ গ্রুপের সহকারী অধ্যাপক খান আসাদ, কোষাধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক তালাল আহমেদ চৌধুরী এবং আইইউবি’র সহযোগী অধ্যাপক আসমা বেগম উপস্থিত ছিলেন।

জাতীয় পর্যায়ে থেকে নির্বাচিত প্রতিযোগীরা আগামী অগাস্ট মাসে জর্জিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।