বিশ্ববিদ্যালয়ের আইসিটি শিক্ষায় ইউজিসির নীতিমালা
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2022 08:15 PM BdST Updated: 18 May 2022 08:15 PM BdST
বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে 'দক্ষতাভিত্তিক' শিক্ষার জন্য একটি 'স্ট্যান্ডার্ড গাইডলাইন' তৈরি করেছে বাংলাদেশ বিশ্ববদ্যিালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউজিসি জানিয়েছে, এই গাইডলাইন তৈরি হয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতায়।
আর গাইডলাইন প্রণয়নে কাজ করেছে ইউজিসি সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে দেশের তথ্য প্রযুক্তি শিক্ষার সাথে সংশ্লিষ্ট সাত সদস্যের এক কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসি মনে করছে, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ক্যারিকুলাম হালনাগাদে এই গাইডলাইন সহায়ক হবে।
ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক দিল আফরোজা বেগমের হাতে স্ট্যান্ডার্ড গাইডলাইনের কপি এ দিন হস্তান্তর করা হয়।
আধুনিক তথ্য প্রযুক্তি শিক্ষার জন্য এটি 'বেঞ্চমার্ক' হিসেবে কাজ করবে বলে মনে করছেন অধ্যাপক দিল আফরোজা বেগম।
তিনি বলেন, "দেশর তরুণ প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী করে গড়ে তুলতে হলে প্রযুক্তির শিক্ষার কোনো বিকল্প নেই। এই গাইডলাইন বাস্তবায়নে ইউজিসি দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে।
"এই গাইলাইন অনুসারে তথ্য প্রযুক্তি শিক্ষার পাঠ্যক্রম হালনাগাদ করা হলে বৈশ্বিক প্রতিযোগিতামূলক শ্রমবাজারে বাংলাদেশের গ্র্যাজুয়েটরা এগিয়ে থাকবে।"
ইউজিসি সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন আশা করছেন, এ গাইডলাইন আইসিটি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করবে।
"এই গাইডলাইন অনুসারে তথ্য প্রযুক্তি শিক্ষার ক্যারিকুলাম প্রণয়ন করা হলে আইসিটি সেক্টরে শিক্ষার্থীদের জ্ঞানের ঘাটতি কমবে।
"এর মাধ্যমে আইসিটি খাতে দক্ষ মানব সম্পদ তৈরি হবে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বাংলাদেশের গ্রাজুয়েটদের চাহিদা বৃদ্ধি পাবে।"
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স পরীক্ষায় দেশের আইটি গ্র্যাজুয়েটরা যাতে ভালো ফলাফল করতে পারে, সেজন্য ২০১৯ সালে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে ইউজিসি। সেই কর্মশালার সুপারিশ অনুযায়ী এই গাইডলাইন প্রণয়ন করা হয়েছে।
জাপানে দশ হাজার আইটি ইঞ্জিনিয়ারের কর্মসংস্থান তৈরি, আইটি ইঞ্জিনিয়ারদের দক্ষতা বৃদ্ধি এবং সচেতনতা বাড়াতে ইউজিসি, বিসিসি ও জাইকা যৌথভাবে কাজ করছে বলেও সেখানে জানানো হয়।
ইউজিসি চেয়ারম্যানের হাতে স্ট্যান্ডার্ড গাইডলাইন হস্তান্তর সভায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মুহাম্মদ ইনামুল কবির, জাইকা বাংলাদেশের প্রতিনিধি হিরোকি ওয়াটানাবে, বুয়েটের অধ্যাপক মুহাম্মদ মাহফুজুল ইসলাম, ইউজিসি’র ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-
ঢাবি 'গ' ইউনিটে প্রথম নটর ডেমের সারওয়ার
-
গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ করতে হবে সরকারকে: খলীকুজ্জমান
-
রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
-
আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
-
শিক্ষক হেনস্তার প্রতিবাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির
-
‘র্যাগ ডে’ আর নয়, ঢাবিতে নিয়ম মেনে ‘শিক্ষা সমাপনী উৎসব’
-
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া
-
ঈদের আগে এক সপ্তাহ বুয়েটে অনলাইনে ক্লাস
-
ঢাবি 'গ' ইউনিটে প্রথম নটর ডেমের সারওয়ার, ভর্তির যোগ্য ১৪.৩০%
-
গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ করতে হবে সরকারকে: খলীকুজ্জমান
-
রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
-
আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
-
শিক্ষক হেনস্তার প্রতিবাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির
-
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি