সিলেটে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের তথ্য সেশন অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সিলেটে একটি তথ্য সেশনের আয়োজন করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2022, 01:21 PM
Updated : 18 May 2022, 01:21 PM

মঙ্গলবার নগরীর স্কলারহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসে সেশনটির আয়োজন করার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের ডিন ডেভিড টেইলর বলেন, “লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্স শিক্ষা পদ্ধতি মেধা বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং চাকরির বাজারে সর্বক্ষেত্রে সফলতা বয়ে আনতে সহায়তা প্রদান করছে।”

তিনি জানান, সিলেটের রাইসা রহমান গত বছর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে পুরোপুরি স্কলারশিপ নিয়ে আলবার্টা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্ট সুমন চ্যাটার্জী জানান, উচ্চ মাধ্যমিক ও এ লেভেল সমমানের পরীক্ষার উপর ভিত্তি করে টিউশন ফিতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে তারা।

তিনি বলেন, আসন্ন ভর্তি পরীক্ষায় সিলেটের শিক্ষার্থীরা ২১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। 

অনুষ্ঠানে স্কলারহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুনির আহমেদ কাদেরী, রাইস স্কুলের অধ্যক্ষ মার্ক এডওয়ার্ড, সহকারী অধ্যক্ষ জিনাত মুস্তফা, খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।