ইউল্যাব এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি সই

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2022, 12:26 PM
Updated : 8 May 2022, 12:26 PM

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গত ২১ এপ্রিল চুক্তিটিতে সই করেন দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এক সংবাদ বিজ্ঞপ্ততি রোববার ইউল্যাব এই তথ্য জানিয়েছে।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সোনালী চক্রবর্তী ব্যানার্জি।

সমঝোতা চুক্তির আওতায় ইউল্যাব এবং কলকাতা বিশ্ববিদ্যালয়  নিজেদের মধ্যে যৌথ গবেষণা, বিভিন্ন প্রকাশনা ও অন্যান্য একাডেমিক উপকরণ ছাড়াও ছাত্র-শিক্ষকও বিনিময় করতে পারবে বলে জানান হয় বিজ্ঞপ্তিতে।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সোনালী চক্রবর্তী ব্যানার্জি চুক্তিপত্রে সই করেন।