পরিবেশ বিষয়ক সচেতনতা বাড়ানো এবং ইতিবাচক পদক্ষেপগুলো তুলে ধরতে এ দিবস উদযাপন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি।
বৃহস্পতিবার সকালে এই কর্নার উদ্বোধন করেন বঙ্গবন্ধুর একান্ত সচিব ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন।
কর্নারে বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিকৃতি এবং তার জীবন ও কর্মের ওপর রচিত বই স্থান পেয়েছে।
কর্নারের উদ্বোধন করে অধ্যাপক ফরাসউদ্দিন বলেন, “বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় এবং বিকাশের ইতিহাস জানতে হলে সবাইকেই বঙ্গবন্ধুকে জানতে হবে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সবসময়ই মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে। এই কর্নার ভবিষ্যত প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে আরো বিশদভাবে জানার সুযোগ করে দেবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল হুদা চৌধুরী, উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক জিয়াউল হক মামুনসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।