সিমাগো র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এশিয়া প্যাসিফিক

সিমাগো ইনস্টিটিউশনসের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2022, 06:16 PM
Updated : 12 April 2022, 06:16 PM

আর বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর র‌্যাংকিংয়ে ইউএপির অবস্থান অষ্টাদশ।

সিমাগো ইনস্টিটিউশন্স বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সম্প্রতি এই র‌্যাংকিং প্রকাশ করে।

ইউএপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিমাগো র‌্যাংকিংয়ে এই বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান ৭২৯ এবং এশিয়াতে ৩৩৩।

স্পেনভিত্তিক আন্তর্জাতিক র‌্যাঙ্কিং প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনস বিজ্ঞান গবেষণায় ভূমিকার জন্য ২০০৯ সাল থেকে প্রতি বছর এই র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে।

প্রতিষ্ঠানটি প্রতিবছর গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের উপর ভিত্তি করে র‌্যাংকিং প্রকাশ করে থাকে।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক জানিয়েছে, তাদের বিশ্ববিদ্যালয়টি এই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে এনার্জিতে তৃতীয় এবং কম্পিউটার প্রকৌশলে অষ্টাদশ স্থানে রয়েছে।