আব্দুস সালাম স্মারক বৃত্তি পেলেন ঢাবির ৫ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিএসএস (সম্মান) পরীক্ষায় ফলের ভিত্তিতে পাঁচ শিক্ষার্থী পেয়েছেন ‘সম্পাদক আবদুস সালাম ট্রাস্ট ফান্ড’ স্মারক বৃত্তি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2022, 04:01 PM
Updated : 4 April 2022, 04:01 PM

সোমবার সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত ‘আজীবন সম্মাননা, স্মারক বক্তৃতা ও বৃত্তি প্রদান, ২০২২’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন। 

বৃত্তিপ্রাপ্তরা হলেন- মো. সোহাগ আলী, স্বপ্না পারভিন, মো. খোকন আলী, জোবায়ের আহম্মেদ এবং মো. আব্দুল মালেক। তারা সবাই বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী। তাদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে দেওয়া হয়।

অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শামসুল মজিদ হারুনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘সম্পাদক আবদুস সালাম স্মারক ট্রাস্ট ফান্ড’ গঠন করেন প্রয়াত সাংবাদিক এ বি এম মূসা।

অনুষ্ঠানে ‘সামাজিক সচেতনতা সৃষ্টিতে বর্তমান গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ, সম্পাদক আবদুস সালামের মেয়ে রেহানা সালাম, অধ্যাপক রোবায়েত ফেরদৌস।