স্ট্যামফোর্ডে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালন

জাতীয় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন করেছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2022, 12:05 PM
Updated : 27 March 2022, 12:05 PM

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, শুক্রবার গণহত্যা দিবসের আলোচনা সভা এবং শনিবার স্বাধীনতা দিবসে পতকা উত্তোলনের পাশপাশি সন্ধ্যায় আলোকসজ্জায় সজ্জিত করা হয় পুরো ক্যাম্পাস।

গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ আলী নকী এবং উপ-উপাচার্য অধ্যাপক ইউনুছ মিয়া, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন এবং পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং অ্যাকাডেমিক অ্যাডভাইজর অধ্যাপক গুলশান আরা লতিফা অনুষ্ঠানে বক্তব্য দেন।

শনিবার স্বাধীনতা দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ আলী নকী।

বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার, অতিরিক্ত রেজিস্ট্রার ফারুক কবির উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবসের সন্ধ্যায় পুরো ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়।