কম্পিউটিং নিয়ে এআইইউবিতে হল আন্তর্জাতিক সম্মেলন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে দ্বিতীয়বারের মত হল ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2022, 11:51 AM
Updated : 13 March 2022, 11:58 AM

অ্যাসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারির সহযোগিতায় তিন দিনের এ সম্মেলনে শনিবার সমাপনী পর্বের প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

এ ধরনের উদ্যোগ নেওয়ায় এআইইউবিকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, “দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উদ্ভাবন সংশ্লিষ্ট তথ্য প্রযুক্তি উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।”

এআইইউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের সম্মেলনে দেশ-বিদেশের বিশেষজ্ঞ ও গবেষকরা ৮৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন।

অন্যদের মধ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বুয়েটের অধ্যাপক সেলিয়া শাহনাজ, এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাসানুল এ হাসান অনুষ্ঠানে বক্তব্য দেন।

এর আগে বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এআইইউবির উপাচার্য ড. কারমেন জিটা লামাগনা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন, এআইইউবির প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক এবিএম সিদ্দিক হোসেন এবং অধ্যাপক খন্দকার তাবিন হাসান।